১৭ মে আইপিএল ফের শুরু, ফাইনাল ৩ জুন, বিদেশিদের কি পাবে শেষপর্যন্ত?
স্পোর্টস ডেস্ক: থমকে গিয়েছিল ভারত-পাক সংঘর্ষে। আপাতত নিউ নর্ম্যালে ফের শুরু হচ্ছে আইপিএল। বিসিসিআই জানিয়েছে, ১৭ মে, শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। লিগ পর্বের ১৩টি এবং ফাইনাল-সহ প্লে-অফের চারটি ম্যাচ বাকি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই ও আহমেদাবাদ। মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। থাকছে ২টি ডাবল হেডার। প্লে অফের ভেন্যু পরে জানাবে বিসিসিআই। তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর দিন–তারিখ ঠিক করা হয়েছে। ২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।
ধরমশালায় ৮ মে দিল্লি–পাঞ্জাব ম্যাচে প্রথম ইনিংস চলাকালীন খেলা বন্ধ ঘোষণা করা হয়। সেদিন ভারতের জম্মুসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তান। তড়িঘড়ি ব্ল্যাকআউট করে স্টেডিয়াম খালি করে দেওয়া হয়। এরপরই জরুরী বৈঠকে সিদ্ধান্ত হয় ৭ দিনের জন্য বন্ধ থাকবে আইপিএল। পরিবর্তিত সূচিতে পাঞ্জাব ও দিল্লির এই ম্যাচ ২৪ মে জয়পুরে আবারও অনুষ্ঠিত হবে। আর ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে এবারের আইপিএল। দুটি রবিবার অর্থাৎ ১৮ মে রাজস্থান-পাঞ্জাব এবং ২৫ মে গুজরাট-চেন্নাই, ডবল হেডারে এই দুটি ম্যাচ হবে সাড়ে তিনটে থেকে। বাকি সব ম্যাচ সাড়ে সাতটায়। আগের সূচি অনুযায়ী ২৫ মে কলকাতায় শেষ হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু এখন ৩ জুন শেষ হওয়ায় চাপ বাড়ল।

কারণ পরিবর্তিত সূচিতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যের ওয়ানডে সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে আইপিএল। তিন ম্যাচের এই সিরিজ ২৯ মে বার্মিংহামে শুরু হয়ে শেষ হবে ৩ জুন ওভালে। সূচি পরিবর্তিত হওয়ায় আইপিএলের সাত দিন পরই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়সশিপ ফাইনাল। ১১ জুন লর্ডসে এই ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হওয়ার কথা ছিল। ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হওয়ার কথা। তবে শেষপর্যন্ত ফাইনাল ইডেন পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস যা, তাতে ফাইনালের সময় বড় ধরনের ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোর্ড সেই ঝুঁকি নিতে চাইছে না একেবারেই।