মা হতে চলেছেন অঙ্কিতা! বিয়ের ৩ বছরের মাথায় সুখবর দিলেন নায়িকা!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: টেলিভিশন দুনিয়ায়র বেশ চর্চিত মুখ অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিসতা’ ধারাবাহিকের হাত ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এক সময়ে সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর প্রেম সিনেপাড়ার সর্বত্র চর্চিত। তবে সে সব এখন অতীত। আপাতত স্বামী ভিকি জৈনের সঙ্গেই সংসার গুছিয়ে নিয়েছেন তিনি। বিয়ের তিন বছর পর হঠাৎই সুখবর! \
মা হতে চলেছেন নাকি অঙ্কিতা। যদিও এর আগে ‘বিগ বস’-এর ঘরে থাকাকালীনও বার বার শোনা গিয়েছে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এ বার নাকি সত্যিই মা হচ্ছেন তিনি। অভিনেত্রী নিজে মুখেই স্বীকার করেছেন সেই কথা! সত্যিই কি তাই?
জল্পনার সূত্রপাত ‘লাফটার শেফ সিজন ২’-এর মঞ্চ থেকে। এই মুহূর্তে এই রিয়্যালিটি শোতেই দেখা যাচ্ছে অঙ্কিতাকে। অভিনেত্রী ছাড়াও সেখানে রয়েছেন ক্রুষ্ণা অভিষেকের মতো তারকারা। শো চলাকালীনই দেখা যায়, অঙ্কিতার সঙ্গে রসিকতা করে ছুটে পালাতে যান অভিষেক। এমন সময় ছোটা শুরু করেন অঙ্কিতাও। কিছু দূর গিয়ে দাঁড়িয়ে যান। আর বলেন, “আমি অন্তঃসত্ত্বা। ছুটতে পারব না।”
অভিনেত্রীর কথা শুনে অনেকেই চমকে যান কিছুটা। তাঁর কাছে সত্যটা জানতে চাওয়া হলে তিনি অবশ্য দ্বিতীয় বার মুখ খোলেননি। কিন্তু তাঁর মিটিমিটি হাসিতেই সন্দেহের গন্ধ পেয়েছেন অনেকে।