ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেমে জড়ালেন ধনুষ? ডিভোর্সের বছর ঘুরতেই নতুন সম্পর্ক!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বিবাহবিচ্ছেদ হয়েছে খুব বেশিদিন হয়নি। বছর ঘুরতেই নতুন করে প্রেমে পড়লেন অভিনেতা ধনুষ! নেটপাড়ায় গুঞ্জন কিছুটা এমনই। অন্দরের ফিসফাস, অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন তিনি। সমাজমাধ্যমের একটি ভিডিয়োকে ঘিরে এই নতুন গুঞ্জন তৈরি হয়েছে বিনোদন জগতে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা।

গত ১ অগাস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। সেই দিনও বার্থডে গার্লের পাশে উপস্থিত থাকতে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেতাকে। শুধু তাই নয়, বেশ ঘনিষ্ঠভাবেই কথা বলছিলেন দু’জনে। ম্রুণালের হাত ধরে ছিলেন ধনুষ। তারকাখচিত সেই অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো এই মুহুর্তে নেটিজেনদের আলোচনায়। এখানেই শেষ নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’। মুম্বইয়ে ছিল ছবির বিশেষ প্রদর্শন। তার জন্যে সেখানেও উড়ে গিয়েছিলেন অভিনেতা। একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে ধনুষের কানে কানে কী যেন বলছেন ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী।

তা দেখে কেউ কেউ তো প্রকাশ্যেই লিখছেন, ‘কোনওকিছু আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে না এলেও দু’জনের মধ্যে কিছু তো চলছেই।’ আবার কারও কারও মতে, ‘তাঁরা হয়তো কেবলই ভাল বন্ধু’। এই প্রথম নয়, এর আগে কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধনুষ ও ম্রুণালকে। অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’ ছবিকে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। নভেম্বরে মুক্তি পাবে এই ছবি।

রজনীকান্ত-কন্যা ঐশ্বর্যার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সংসার ছিল ধনুষের। ২০০৩ সালে প্রথম সাক্ষাৎ। তারপর সম্পর্ক এবং পরিণয়। না, চিরস্থায়ী হয়নি সম্পর্ক। ২০২২ সালে তারকাজুটি সিদ্ধান্ত নেন বিবাহবিচ্ছেদের পথে হাঁটার। সেই বছরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। ২০২৪ সালে পাকাপাকি ছাদ আলাদা হয় ধনুষ-ঐশ্বর্যার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *