ক্লাব ফুটবলে বড় ধাক্কা, আইএসএল স্থগিত চিঠি দিয়ে জানাল এফএসডিএল

0

ভারতীয় ফুটবল পিছিয়েই চলেছে। ১৩৩ নম্বরে এখন। ভারতীয় ক্লাব ফুটবল অন্ধকারেই ডুবতে বসেছে। দেশের সেরা লিগ আপাতত স্থগিত! কী হবে ভবিষ্যৎ? যেটার আশঙ্কা ছিল, সেটাই হল শেষপর্যন্ত।  আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) চিঠি দিয়ে জানিয়ে দিল, এই মরশুমে আইএসএল আপাতত মুলতুবি করা হচ্ছে। চিঠি দিয়ে একথা ফেডারেশন  এবং ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছে এফএসডিএল।

গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের সেরা টুর্নামেন্ট হয়ে উঠেছে আইএসএল। এই টুর্নামেন্টে খেলার জন্য কোটি কোটি টাকা খরচ করে টিম তৈরি করে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাবগুলিই। এক চিঠিতে সব থমকে গেল।এফএসডিএল চিঠিতে উল্লেখ করেছে, ‘সর্বভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) হয়েছিল, সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ফলে সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। নতুন চুক্তি নিয়ে বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত সমাধান সূত্র মেলেনি। এখন ডিসেম্বরের পর যেহেতু আর চুক্তি থাকছে না। তাই ২০২৫-২৫ আইএসএলের পরিকল্পনা, আয়োজক বা বাণিজ্যিকীকরণ করতে এফএসডিএল অপারগ’। সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে আইএসএল।

কিন্তু এবার ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডারে লিগের কোনও উল্লেখ ছিল না। সেখান থেকেই প্রশ্ন ওঠে।  এরপরই জানা গিয়েছিল, বেশ কয়েকদিন ধরেই সমাধান সূত্র বের করার চেষ্টা চলছিল। একাধিকবার এফএসডিএলের সঙ্গে আলোচনায় বসেন ফেডারেশনের কর্তারা। কিন্তু কোনও সুরাহা মেলেনি। মাঝে শোনা গিয়েছিল, এক বছরের জন্য চুক্তি বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে এইবছর হবে আইএসএল। কিন্তু তা যে বাস্তবায়িত হয়নি এই চিঠিতেই স্পষ্ট।প্রসঙ্গত, ২০১০ সালে এফএসডিএলের সঙ্গে ১৫ বছরের চুক্তি হয় এআইএফএফের। ফেডারেশনকে বছরে ৫০ কোটি দেয় আয়োজক সংস্থা। দুই সংস্থার মধ্যে মাস্টার্স রাইট এগ্রিমেন্ট না হওয়া পর্যন্ত আইএসএল শুরু করা যাবে না। শেষপর্যন্ত আইএসএল না হলে ক্লাব-ফ্র্যাঞ্চাইজিগুলির ভবিষ্যৎ অন্ধকারেই ঢাকবে। ভারতীয় ফুটবল তো অন্ধকারেই রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *