ফেডারেশনের ক্যালেন্ডারে নেই আইএসএল,  অন্ধকারে দেশের একনম্বর লিগ

0

 


আচমকাই ছন্দপতন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নতুন মরশুমের যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে কোথাও নেই ইন্ডিয়ান সুপার লিগ। তাতেই বেড়েছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা। তৈরি হয়েছে ধোঁয়াশা। ২০২৫-২৬ ফুটবল মরশুমের নতুন ক্যালেন্ডারে কেন রাখা হল না আইএসএল-কে, তা নিয়েই চর্চা শুরু হয়েছে ভারতীয় ফুটবল মহলে। ফেডারেশন বনাম এফএসডিএল দ্বন্দ্ব যে ভারতীয় ফুটবলকে চরম অনিশ্চয়তার দিকে, সঙ্কটের দিকে এগিয়ে দিল তাতে সকলেই একমত।
এর আগেই ইন্ডিয়ান সুপার লিগের সংগঠক এফএসডিএল সংশ্লিষ্ট ক্লাবদের শীর্ষ কর্তাদের কাছে বার্তা পাঠিয়ে বলে দিয়েছে, টিম গঠনের ব্যাপারে তাঁরা যেন ধীরে চলো নীতি গ্রহণ করেন। কারণ আইএসএল নির্ধারিত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু করা কোনওভাবেই সম্ভব নয়। কেন এরকম বার্তা, তা নিয়েই প্রথমটায় একটা আশঙ্কা তৈরি হয়েছিল। জানা গিয়েছিল, মাস্টার রাইটস এগ্রিমেন্টের ব্যাপারে পুরোদস্তুর সিদ্ধান্ত না হলে এবার আইএসএলের বলই গড়াবে না এমনটাই জানিয়েছে এফএসডিএল।
স্টার এবং রিলায়েন্সের যৌথ ভেঞ্চার ‘ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড’ বা ‘এফএসডিএল’ আইএসএলের আয়োজক৷ যা ভারতীয় ফুটবল ফেডারেশনের বাণিজ্যিক পার্টনারও৷ ২০১০ সালে দু’পক্ষের মধ্যে 15 বছরের যে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট হয়েছিল তাতে এফএসডিএল বার্ষিক ৫০ কোটি টাকা অথবা মোট রেভিনিউয়ের ২০ শতাংশ ফেডারেশনকে দেয়৷ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে দু’পক্ষের সেই চুক্তি৷ জানা গেছে, চুক্তি নবীকরনের আগে এফএসডিএল পুরনো চুক্তি অনুযায়ী ফেডারেশনকে রেভিনিউয়ের ভাগ দিতে অস্বীকার করেছে ৷ তাঁদের বক্তব্য ফেডারেশনকে তাঁরা রেভিনিউয়ের যে ভাগ দিয়ে থাকে সেটা অতিরিক্ত৷সব কিছু ঠিক করার জন্য ফেডারেশন কর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করেন এফ এসডিএল কর্তারা।

সেখানেই আইএসএল চালাতে গিয়ে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে এফএসডিএল এমনটাই জানায়। পাশাপাশি তারা ভারতীয় ফুটবলের স্বার্থে থাকতে চায় বলেই জানিয়েছে। কিন্তু সেক্ষেত্রে আর্থিক চুক্তি অনেক কম হবে। স্বাভাবিক ভাবেই ফেডারেশন কর্তারা এই প্রস্তাবে সম্মতি দেননি। তাতেই ঝামেলার সূত্রপাত।এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ যতক্ষণ না ফেডারেশনের সংবিধান নিয়ে আদালতের তরফে নতুন করে কোনও নির্দেশ আসছে, ততক্ষণ পর্যন্ত এফএসডিএলের সঙ্গেও চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনও আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবে না ফেডারেশন। ফলে, আলোচনাও আর এগোয়নি।নয়া গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে, দেশের সর্বোচ্চ লিগ পরিচালনা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অন্য কোনও সংস্থা এই লিগ পরিচালনা করতে পারবে না। ফলে, কীভাবে সমাধান হবে, তা বিশ বাঁও জলে।
২০২৫-২৬-এ ডুরান্ড কাপ দিয়ে শুরু হচ্ছে পুরুষদের (সিনিয়র) মরশুম। ক্যালেন্ডার অনুযায়ী এর পরই রয়েছে সুপার কাপ। ক্যালেন্ডারে ফেডারেশন কাপের উল্লেখ রয়েছে। আই লিগ, ওমেন’স লিগের উল্লেখ আছে। কিন্তু কোথাও আর আইএসএলের কথা উল্লেখ নেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *