‘বৌমার সাহসী দৃশ্য দেখার মতো উদার নই’, গওহর খানের কাজ বন্ধ করলেন ইসমাইল দরবার!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এখনও! চিন্তাধারার কোনও পরিবর্তনই নেই? নারীবিদ্বেষী মনোভাব আর মন্তব্য করেই নেটিজেনদের তোপের মুখে পড়লেন সঙ্গীত সুরকার ইসমাইল দরবার। তাঁর স্পষ্ট মত, বিয়ের পর বা মাতৃত্বের পর আর কাজ করা উচিত নয়। এ মন্তব্য যে তাঁর পুত্রবধূ গওহর খানের দিকেই, তাও স্পষ্ট। আসলে, টেলিপর্দার জনপ্রিয় মুখ গওহর খানের শ্বশুর ইসমাইল দরবার। অভিনেত্রী গওহর একসময়ে আইটেম ডান্স, সঞ্চালনায় ঝড় তুলে দিয়েছিলেন। তাঁকেই আর বিয়ের পর লাইমলাইটে দেখা যেত না। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ কোথাতেও আর ছিলেন না গওহর। কেন তিনি নেই কোথাও, এতদিনে ফাঁস করলেন শ্বশুর। তাতেই বেড়েছে বিতর্ক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গওহরের শ্বশুর ইসমাইল দরবার তাঁর পুত্রবধূর কাজ প্রসঙ্গে বলেন, ‘আমি বউমাকে টিভির পর্দায় খোলামেলা দৃশ্যে কখনও দেখতে পারব না। এত উদার আমরা নই। আমাদের পরিবারও নয়। এখনও আমাদের বাড়িতে সাহসী দৃশ্য টেলিভিশনে দেখলেই চ্যানেল পরিবর্তন করে দেওয়া হয়। তাই গওহরকে কোনও অন্তরঙ্গ দৃশ্যে আমি দেখতে চাই না। কারণ, ও আমাদের পরিবারের সদস্য।’ এরপরই তিনি বলেন, ‘আমি তো গওহরকে কাজ করতে বাধা দিতে পারি না। কারণ ওকে কিছু বলার এক্তিয়ার আমার নেই। বরং ছেলে জায়েদেরই অধিকার রয়েছে গওহরকে কিছু বলার।’ সমাজ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এই মন্তব্য। নেটিজেনরা ‘পিতৃতান্ত্রিক মানসিকতা’র তীব্র নিন্দা করেন।সুরকারের বক্তব্য, ‘আমি এমন কিছু পর্দায় দেখি না যা সমস্যায় ফেলে বা বিরক্ত করে৷ কারণ আমি জানি, ওই ধরনের বিষয় আমি সহ্য করতে পারব না৷’ এরপরেই তিনি সেই সাক্ষাৎকারে নিজের স্ত্রী আয়েষার উদাহরণ টেনে আনেন৷ তিনি জানান, তাঁর স্ত্রী মা হওয়ার পর চাকরি ছেড়ে দিয়েছিল৷ তিনি জানান, তাঁর স্ত্রী পরিবারের জন্য বিশাল বড় আত্মত্যাগ করেছে৷
২০২০ সালের নভেম্বর মাসে গওহর এবং সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ বাগদান সম্পন্ন হয়। এর ঠিক এক মাস পর, ডিসেম্বরেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালের মে মাসে তাদের জীবনে আসে প্রথম সন্তান। সেপ্টেম্বর ২০২৫-এ তিনি তাদের দ্বিতীয় ছেলের জন্ম দেন। গওহর ০০২ সালে ফেলিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হন এবং ‘মিস ট্যালেন্টেড’ খেতাব অর্জন করেন। একই বছর তিনি মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন। অন্যদিকে, জায়েদ সঙ্গীত পরিচালক ইসমাইল দারবারের ছেলে, একজন অভিনেতা, নৃত্যশিল্পী, ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটর। গওহরেরর অভিনয় জীবন নিয়ে আপত্তি থাকলেও ইসমাইল জানান, ‘গওহর যেমন ভাল স্ত্রী, তেমনই ভাল মা। পুত্র জায়েদের সঙ্গে ওর সমীকরণও অত্যন্ত ভাল’। তবে নেটিজেনদের রোষের মুখ থেকে বেড়োতে পারেননি তিনি। কেউ ‘পিতৃতান্ত্রিক মানসিকতা’র জন্য ইসমাইল দরবারকে আক্রমণ করলেন। একজন লিখেছেন, ‘গওহর কাজ করবে কি করবে না, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার জায়েককে কে দিয়েছে ? এক নেটিজেন প্রশ্ন তোলেন, ‘পুরনো মানসিকতা, ভীষণ লজ্জার ৷ যেহেতু সে মহিলা তাই তাঁকে বাড়িতে থাকতে হবে ?’ আবার আর এক নেটিজেন নাগমাকে এই পরিবার থেকে পিছু ছাড়াতে বলেছেন৷ কারণ ইসমাইলের আরেক ছেলে আওয়েজ নাগমা মীরজাকরকে বিগ বসের ঘরে প্রেম প্রস্তাব দিয়েছেন৷ দুজনেই এ শো থেকে বেরিয়ে গিয়েছেন৷ কিন্তু গওহর খানের মতোই নাগমার অবস্থা হবে বলে মনে করছেন নেটিজেনরা৷ তাই আগে থেকেই তাঁকে সতর্ক করছেন৷