‘অপরাধীর দল!’ রাস্তা পরিষ্কারের জন্য ৩০ লক্ষ কুকুর হত্যা! গর্জে উঠলেন জাহ্নবী

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: যেন কোনও পশুপ্রেমীর কাছেই পশু হত্যার মতো নক্কারজনক ঘটনা অত্যন্ত বেদনার। সেখানে ৩০ লক্ষ কুকুরকে হত্যার খবর মাথায় হাত দেওয়ার মতোই। কেবল পশুপ্রেমীই নয়, সাধারণ মানুষকেও নাড়িয়ে দেয় এই খবর। সম্প্রতি জানা গিয়েছে, রাস্তা পরিষ্কার করার লক্ষ্যে নাকি মেরে ফেলা হবে ৩০ লক্ষ কুকুরকে।

এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মরক্কো প্রশাসনের তরফে। ২০৩০ সালে স্পেন এবং পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নাম রয়েছে মরক্কোর। এখন থেকেই দেশের রাস্তাঘাট পরিষ্কার করার বিষয়ে একাধিক নিয়মনীতির কথা জানিয়েছে সেখানকার প্রশাসন। সেখানেই উল্লেখ রয়েছে পথচলতি ৩০ লক্ষ কুকুরের নিধনের কথা। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন সারা বিশ্বের পশুপ্রেমীরা। সেই তালিকাতেই রয়েছেন জাহ্নবী কাপুর।

এমন মর্মান্তিক খবর শুনে ভেঙে পড়েছেন অভিনেত্রীও। তিনি নিজেও পশুপ্রেমী। স্বাভাবিকভাবে এই খবর তাঁর কাছেও বেদনাদায়ক। সমাজমাধ্যমে জাহ্নবী লিখেছেন, ‘এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা? অপরাধীদের দল!’

যদিও এই প্রথম নয়, এর আগেও পথকুকুরদের হত্যা করেছে মরক্কো প্রশাসন। আর তার জন্য নানা নৃশংস পথ অবলম্বন করা হয়েছে। কখনও বিষ খাইয়ে, কখন গুলি করে হত্যা করা হয়েছে নিরীহ প্রাণদের। রিপোর্ট বলছে, কখনও কখনও আবার তাদের পিটিয়েও খুন করা হয়েছে। এই সবের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বিশ্বের মানুষ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *