শিল্ড ফাইনালেই লাল হলুদের হয়ে নামবেন হিরোশি! চমকে দিতে চান অস্কার ব্রুজো

0

প্রত্যাশিতমতোই শনিবার কলকাতা ডার্বি। শিল্ড জয়ের লক্ষ্যে নামবে দুই প্রধান। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের বদলি হিসেবে জাপানি স্ট্রাইকার হিরোশিকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। কলকাতায় এলেও, নামার সুযোগ হয়নি। নামধারী এফসির বিরুদ্ধে খেলার আগে পর্যন্ত আর্ন্তজাতিক ছাড়পত্র বা আইটিসি পাওয়া যায়নি। তবে লাল হলুদ সমর্থকরা স্বস্তি পেতে পারেন ডার্বির আগেই। কারণ আইএফএ শিল্ড ফাইনালের আগেই কাঙ্খিত আন্তর্জাতিক ছাড়পত্র চলে এসেছে হিরোশি ইবুসুকির৷ ফলে আইএফএ শিল্ডের ফাইনালে লাল হলুদ জার্সিতে জাপানি স্ট্রাইকারের অভিষেক হতে পারে সব ঠিক থাকলে। ওয়েস্টার্ন ইউনাইটেডের প্রাক্তনী খেললে শক্তি বাড়বে লাল হলুদ ব্রিগেডের, তা বলাই যায়। অস্কার নিজেও হিরোশিকে ডার্বিতে খেলানোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। তবে তাঁকে প্রথম একাদশে রাখা হবে না পরিবর্ত ফুটবলার হিসেবে খেলানো হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রায় সাড়ে ছ’ ফুট উচ্চতার এই জাপানি ফুটবলার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন মে মাসে। যদিও ফিটনেসে সমস্যা নেই। কারণ, দশ সপ্তাহ প্রি-সিজন ট্রেনিং সেরেছেন জাপানি স্ট্রাইকার৷ বেশ কয়েক বছর আগে যুবভারতীর সবুজ গালিচায় ডার্বিতে দক্ষিণ কোরিয়ার ডু ডংয়ের কীর্তির কথা এখনও ভুলতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা। এবার হিরোশিকে ঘিরে সেই স্বপ্ন দেখছেন সমর্থকরা। চলতি বছর ডার্বি জয়ে এগিয়ে ইস্টবেঙ্গল। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের ডার্বিতে জেতে অস্কার ব্রুজোর দল। যদিও আফশোস রয়েছে, ডুরান্ড জেতা হয়নি শেষপর্যন্ত।
বুধবার আইএফএ শিল্ডে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ২-০ হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর আগে মঙ্গলবারই নামধারী এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গলও। ফলে শনিবার ফাইনালে কলকাতা ডার্বিতে সন্ধে ৬টায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহারণের অপেক্ষায়। বিতর্ক এড়াতে ভিনরাজ্যের রেফারি দিয়েই পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *