বুমরাহ ফিট, তবু ওভালে ঝুঁকি চায় না মেডিক্যাল বোর্ড, শুভমন অপেক্ষা করতে চান সকাল পর্যন্ত

ওভাল টেস্ট, ভারতের কাছে সিরিজ বাঁচানোর ম্যাচ। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি এখন যে ২-১ এ পিছিয়ে আছে ভারত। ওভালে জিতলে সিরিজ ড্র হবে। সেটাই লক্ষ্য ভারতীয় দলের। আগের দিনই ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেছিলেন, ‘ওয়ার্কলোড বিচার করলে বোলিংয়ের জন্য বুমরাহ পুরো ফিট।’ অর্থাৎ, ওভাল টেস্টে খেলতেই পারেন ‘বুমবুম’। কিন্তু এরপরই এসেছে নাটকীয় আপডেট। পঞ্চম ও শেষ টেস্টে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই মেডিক্যাল টিম। ক্রিকেট–বিষয়ক এক জনপ্রিয় ওয়েবসাইট জানিয়েছে, দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং বুমরাহর পিঠের চোট নিয়ে ঝুঁকি না নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বুধবার ওভালে সাংবাদিক সম্মেলনে জসপ্রীত বুমরাহ সম্প্র্কে আপডেট জানতে চাওয়া হয় অধিনায়ক শুভমন গিলের কাছে। তিনি অবশ্য ধোঁয়াশাই বাড়ালেন। স্পষ্ট বললেন, ‘আমরা এই নিয়ে কাল সিদ্ধান্ত নেব। পিচ যথেষ্ট সবুজ রয়েছে। দেখা যাক কী হয়’। ফলে, বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত একেবারে শেষমুহূর্তেই জানাবে ভারতীয় ম্যানেজমেন্ট। কারণ, ভারতের কাছে এটা ডু অর ডাই ম্যাচ।
ম্যাঞ্চেস্টারে বুমরাহ খেললেও ভারতকে ভুগিয়েছে বোলিং ব্যর্থতা। ৩৩ ওভারে খরচ করে দেন ১১২ রান, যা তাঁর টেস্ট কেরিয়ারে প্রথমবার কোনো ইনিংসে ১০০ রান পেরিয়েছে। তার গতির ধারও ছিল নিস্তেজ। ১৪০ কিমি/ঘণ্টা গতির বেশি বল করার হার লর্ডসে যেখানে ছিল ২২.৩%, সেখানে ওল্ড ট্রাফোর্ডে কমে আসে মাত্র ০.৫%-এ! বুমরাহর গতি কমে যাচ্ছে, ধার কমে যাচ্ছে এমন কথা ওঠার পাশাপাশি অনেক প্রাক্তনই মনে করেছেন এবার টেস্টকে বিদায় জানানো উচিত বুমরাহর।তবে ম্যানেজমেন্ট সেদিকে কর্ণপাত করেনি। কারণ সিরিজে বুমরাহর অবদান অবহেলার নয়। এখনও পর্যন্ত ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ভারতের অন্যতম সেরা পারফরমার তিনি। সমানসংখ্যক উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজও। তাই বুমরাহ ফিট থাকলেও তাঁকে খেলানোর ব্যাপারে পরামর্শ নিয়েছে ডাক্তারদের। এমনিতেই সিরিজ শুরুর আগেই পরিকল্পনা ছিল, পাঁচ টেস্টের মধ্যে মাত্র তিনটি খেলবেন বুমরাহ। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে তিনি খেলেছেন। দ্বিতীয়টিতে বিশ্রামে ছিলেন।শেষ টেস্ট যত গুরুত্বপূর্ণ হোক না কেন, ভবিষ্যতের কথা ভেবে বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকিই নিতে চাইছে না দলের মেডিক্যাল বোর্ড। কিন্তু উইকেটে যে পরিমাণ সবুজ রয়েছে তাতে ধন্ধে ফেলেছে ম্যানেজমেন্টকে। ওভালে একান্তই বুমরাহ না খেললে চাপ বেশি নিতে হবেই মহম্মদ সিরাজকে। সেইসঙ্গে ফিরতে পারেন আকাশ দীপ।তৃতীয় বোলার হিসেবে অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজের মধ্যে একজন খেলবে।