অ্যাংজাইটি অ্যাটাক নিয়ে মাকে ‘চুপ’ করিয়েছিলেন শ্বেতা, পাল্টা ধমক এল জয়ার কাছ থেকেও
এন্টারটেইনমেন্ট ডেস্ক: জয়া বচ্চনের রুদ্রমূর্তি কমবেশি সকলের কাছেই পরিচিত। প্রয়োজনে সর্বসমক্ষে সকলকে তুলোধোনা করতেও ছাড়েন না তিনি। তবে সম্প্রতি তাঁর সঙ্গেই তর্কে জড়িয়েছিলেন মেয়ে শ্বেতা বচ্চন। সম্প্রতি তাঁরা যোগ দিয়েছিলেন নব্য নভেলি নন্দের একটি পডকাস্ট অনুষ্ঠানে। অমিতাভ-জয়ার নাতনি ‘হোয়াট দ্য হেল নব্য’ নামে পরিচিত এই পডকাস্টেই কথা হচ্ছিল নানা বিষয়ে। তবে মানসিক চাপ এবং অ্যাংজাইটি অ্যাটাক নিয়ে বলতে গিয়ে জয়া বলেছিলেন, “আমরা ছোটবেলায় ‘অ্যাংজাইটি অ্যাটাক’ কথাটাও শুনিনি, এমনকি আমাদের মধ্যবয়সেও না।”
তখনই পাল্টা জবাবে মাকে চুপ করিয়েছিলেন শ্বেতা।
এ বার মেয়ের সামনেই শ্বেতাকে ধমক দিলেন জয়া। বিষয়টা খোলসা করেই বলা যাক। অনুষ্ঠানের একটি পর্যায় এসে নব্য জানতে চান, ‘‘সমাজমাধ্যম মানুষের ব্যবহারে কী প্রভাব ফেলে? আমরা কি আদৌ দয়ালু হতে পেরেছি?” জয়া বলতেই যাচ্ছিলেন যে ওই মুহূর্তেই মুখের থেকে কথা কেড়ে শ্বেতা বলেন, ‘‘আমার মনে হয় এটা মানুষের স্বভাব, যার যেমন থাকার সেই তেমনই থাকে। যে ভিতরে থেকে কুচুটে সে তেমনই থাকবে। যে তিক্ত তাঁর তিক্ততাও প্রকাশ পাবে।’’
এর পরেই বিরক্তি প্রকাশ করেন জয়া। মেয়েকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তুমি সব বিষয়ে একটু বেশি নিজের মতামত দিচ্ছ।” শ্বেতা পাল্টা বলেন, ‘‘অনুষ্ঠানটাই তো মতপ্রকাশের।’’ উত্তরে বর্ষীয়ান অভিনেত্রী আবারও জবাব ছোড়েন। তিনি বলেন, “কিছু সময় তোমার চুপ করে শোনা উচিত।” জবাবে আর কিছু বলতে পারেননি শ্বেতা।