বিয়ের ১৪ বছর পর বিনোদন দুনিয়ায় জিৎ-এর স্ত্রী, নতুন ভূমিকায় মোহনা মদনানি
অভিনেতা জিৎ বরাবরই ছবির জগতের বাইরে সমাজ মাধ্যম থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন। ব্যক্তিজীবন নিয়ে খুব একটা সামনে আনতে দেখা যায়নি তাঁকে। তবু তিনি জনপ্রিয়। একই পথে হাঁটেন তাঁর স্ত্রী মোহনা মদনানি। দুই সন্তানের মা মোহনাকে এ বার দেখা গেল নতুন ভূমিকায়। পা রাখলেন জিতের মতোই বিনোদন জগতে। তবে তা অবশ্য ক্যামেরার সামনে হয়নি। তবু শ্রোতারা শুনতে পাবেন তাঁর সুরেলা কণ্ঠ। ঠিকই, মোহনাকে দেখা যাবে গায়িকায় ভূমিকায়। তিনি যে সমধুর কণ্ঠশিল্পী, তা তাঁর সংসার জীবন পালনের ১৪ বছর পর প্রকাশ পেল। গান গাইলেন, তা প্রকাশও হল সঙ্গীতপ্রেমীদের জন্য।‘ওম জয় জগদীশ হরে’ ভজনটি গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। যা নিয়ে আসতে চলেছে গ্রাসরুট জ্যোতি।

সিনে দুনিয়ার লাইমলাইট থেকে বরাবরই দূরে থাকে জিতের পরিবার। এমনকি ফিল্মি পার্টিতে কখনও সখনও স্ত্রী মোহনাকে এক-আধবার দেখা গেলেও দুই সন্তানকে তারা ধারেকাছেও নিয়ে আসেন না। মোহনা প্রথমবার গান গাওয়া নিয়ে বলেছেন, ‘ছোটবেলা থেকেই ‘ওম জয় জগদীশ হরে’ আমার প্রার্থনার অংশ ছিল। এই গানটি গাইতে পারা আমার কাছে এক অনন্য অভিজ্ঞতা। আমি ভাগ্যবান যে আমার ডেবিউ গানই ভগবান বিষ্ণুর আরতি।’ গানটি আপাতত মুক্তি পেয়েছে গ্রাসরুট জ্যোতি-র সব অফিসিয়াল প্ল্যাটফর্মে— জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা। এই গান প্রকাশের পরই অবশ্য জিতের স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

শুধু স্ত্রী মোহনাই গায়িকা নন, পরিবারে তাঁর মেয়ে নবন্যা মাত্র ১২ বছর বয়সেই গান লিখে তাক লাগিয়ে দিয়েছিল গতবছর। গানের সুরও করে জিতের মেয়ে নবন্যাই।বড়দিন উপলক্ষ্যে জিৎ-এর কন্যা ও ভাইঝির তৈরি ‘ক্রিসমাস ইভ’ গানটি নেটিজেনদের প্রশংসা পেয়েছিল। সুপারস্টার জিৎ সে’সময় বলেছিলেন, ‘আমার গোটা পরিবার ভীষণ খুশি আমাদের এই দুই মেয়ের এমন গোপন একটা প্রতিভা প্রকাশ পাওয়ার জন্য। আমরা ভীষণ অবাক হয়েছি।’
