জীতু-দিতিপ্রিয়া বিতর্কে বিশ বাঁও জলে ধারাবাহিক? নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: টিআরপি তালিকার প্রথম পাঁচে না থাকলেও এই মুহুর্তে আলোচনার অন্যতম কেন্দ্রে রয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। নেপথ্যে সিরিয়ারের নায়ক-নায়িকা জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের পারস্পরিক অশান্তি। সম্প্রতি সহ-অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী। অন্য দিকে নিজেদের ব্যক্তিগত চ্যাট ফাঁস করে দিয়েছেন জীতু। তার পরে আরও জটিলতার দিকে বাঁক নিয়েছে এই বিতর্ক। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে। এমনও শোনা যাচ্ছে, এই বিতর্কের পর নাকি ধারাবাহিক সরে দাঁড়াতে চলেছেন জীতু। সত্যিই কি তাই? শুক্রবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা।

জীতুর সমাজমাধ্যমের পাতায় জ্বলজ্বল করছে একটি লেখা, ‘আমি পালানোর মানুষ নই।’ পেশাদারিত্ব এবং ব্যক্তিগত জীবনের মাঝে যে বিস্তর ফারাক রয়েছে, তা অভিনেতা ভালই বোঝেন। তাই তো তিনি লিখেছেন, ‘প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ। সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে, যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেব, সেই রকম মানুষ আমি নই। প্রফেশনাল এবং পারসোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি।’ জীতুর কথায়, ‘ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই।’