জো রুট, টেস্টে দ্রুততম আবার ইনিংসে মন্থরতম ১৩ হাজার রানের মালিক

0

স্পোর্টস ডেস্ক: একদিক থেকে দেখলে শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন। অন্যদিকে, শচীন তেন্ডুলকরের রেকর্ডের ধরাছোঁয়ার বাইরে জো রুট। টেস্টে ১৩ হাজার রানের মালিক হলেন তিনি। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দ্রুততম তিনিই। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রান করেন রুট। তাছাড়াও টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। এর আগে টেস্টে দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জাক কালিসের।

তিনি ১৫৯ টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সেখানে রুট ১৩ হাজার রান করলেন ১৫৩ টেস্টে। এই সংখ্যার হিসেবে তিনে রয়েছেন রাহুল দ্রাবিড়, যিনি খেলেছিলেন ১৬০ টেস্ট, চারে রিকি পন্টিং, যিনি খেলেছিলেন ১৬২ টেস্ট আর পাঁচে শচীন তেন্ডুলকর, যিনি এই নজির গড়েছিলেন ১৬৩ টেস্টে। কিন্তু ইনিংসে বিচারে আবার ঠিক উল্টোটা। সেখানে শীর্ষে বিরাজমান শচীন তেন্ডুলকর। খেলেছেন ২৬৬ ইনিংস। আর জো রুট সবার শেষে। তাঁর লাগল ২৭৯ ইনিংস। এই বিচারে দুইয়ে আছেন জ্যাক কালিস, খেলেছেন ২৬৯ ইনিংস। তিনে রিকি পন্টিং (২৭৫ ইনিংস), চারে রাহুল দ্রাবিড় (২৭৭ ইনিংস)। টেস্টে ১৩ হাজার রান করার ফাঁকে রুটের রয়েছে ৩৬ শতরান ও ৬৫ অর্ধশতরান। জিম্বাবোয়ের বিপক্ষে ২২ বছর পর এক ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড।

নটিংহ্যামে ১৩০০০ রান পূর্ণ করতে মাত্র ২৮ রানের প্রয়োজন ছিল ৩৪ বছর বয়সী ব্যাটারের। তা সহজেই করে ফেলেন তিনি। যদিও ইনিংসটিও বেশি দীর্ঘ হয়নি। ৪৪ বলে ৩৪ রান করে রিচার্ড এনগারাভার বলে ক্যাচ আউট হয়েছেন রুট। জো রুটের টেস্টে অভিষেক হয়েছিল ১৩ বছর আগে, ২০১২ সালের ১৩ ডিসেম্বর। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া এই ব্যাটার ইতোমধ্যে গড়েছেন বহু রেকর্ড, আর এখন তিনি এগোচ্ছেন শচীন তেন্ডুলকরের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডের দিকে। সেই রেকর্ড ছুঁতে পারেন কিনা, তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *