লর্ডসে প্রথম দিন নেই বুমরাহদের ম্যাজিক, পন্থের চোটে চিন্তা বাড়ল ভারতের

0

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরির দোরগোড়ায় রুট। ভারতের ঝুলিতে প্রথম দিন ৪ উইকেট। প্রথমদিন ইংল্যান্ডের ৪ উইকেটে ২৫১ রানের ইনিংসের চেয়েও ভারতের বেশি মাথাব্যথা ঋষভ পন্থকে ঘিরেই। প্রথম দিনের দ্বিতীয় সেশনে হাতে চোট পেয়ে খেলা থেকে সরে দাঁড়ান ভারতীয় দলের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ঋষভ পন্থ। তবে পায়ে নয়, চোট পেয়েছেন হাতে। বাঁ হাতের তর্জনিতে।

তাঁর জায়গায় কিপিং করেন ধ্রুব জুরেল। বিসিসিআই জানিয়েছে, ‘টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থ বাঁ হাতের তর্জনিতে আঘাত পেয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে উইকেটকিপিং করছেন ধ্রুব জুরেল’। চোট যে গুরুতর তা বলার অপেক্ষা রাখে না। কারণ আর খেলায় ফিরতে পারেননি। ৩৪তম ওভারে জসপ্রীত বুমরাহর একটি ডেলিভারি লেগ সাইড দিয়ে যাওয়ার সময় বল বাঁচাতে পন্থ ডাইভ দেন বাঁ দিকে, সেসময়ই তাঁর বাঁ হাতের তর্জনিতে চোট লাগে। চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে টস হেরে বসেন গিল। তাতে অন্যরকম এক নজিরও হয়। তিন সংস্করণ মিলিয়ে এই নিয়ে টানা ১৩ ম্যাচে টসে হার ভারতের। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে টানা এতগুলো ম্যাচে টস হারেনি আর কোনও দল। ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত টানা এক ডজন ম্যাচে টস হেরে রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরাজ-আকাশের সঙ্গে দলে বুমরাহ ফিরলেও তিন তারকাই ম্যাজিক দেখাতে ব্যর্থ হন প্রথমদিন। নীতিশ রেড্ডি এক ওভারে পরপর দুই ঝটকা দেন ইংল্যান্ডকে। ডাকেটকে ২৩ ও ক্রলিকে ১৮ রানে ফেরান তিনি। এরপর জুটি বাঁধেন অলি পোপ এবং জো রুট। পোপকে ৪৪ রানে ফেরান জাদেজা। হ্যারি ব্রুক (১১)কে এক অনবদ্য ডেলিভারিতে বোল্ড করেন বুমরাহ। দিনের শেষে রুট, তাঁর নামের পাশে অপরাজিত ৯৯। সঙ্গে বেন স্টোকস (৩৯)। প্রথম দিন অবশ্য ইংল্যান্ডের স্বভাবসুলভ বাজবল ক্রিকেট দেখা যায়নি। তবে শুরুতে উইকেট ফেলতে না পারলে বড় রান যে গড়বে তা বলাই যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *