লর্ডসে সবুজের সমারোহ, আর এই টেস্টেই ইংল্যান্ড একাদশে জোফ্রা আর্চার
স্পোর্টস ডেস্ক: লর্ডসে অপেক্ষা করে আছে সবুজ পিচ। আর সেই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে আগের দুই ম্যাচের থেকে একটাই বদল এনেছে ইসিবি। ফিরছেন জোফ্রা আর্চার। বসছেন জশ টং। চলতি সিরিজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন টং। তিনি প্রথম দুই টেস্ট ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। তবে তাকে মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই ম্যাচের বাইরে রাখা হয়েছে।
তাই তার জায়গায় দীর্ঘদিন ধরে চোটের কারণে বাইরে থাকা আর্চারকে অবশেষে দলে ফেরানো হল। যা এই ম্যাচের অনেকেই এক্স ফ্যাক্টর মনে করছেন। চার বছর পর টেস্ট ম্যাচ খেলতে নামছেন আর্চার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষবার টেস্ট ম্যাচ খেলেন আর্চার। সেই ম্যাচও ছিল ভারতের বিরুদ্ধে। টেস্ট খেলার মতো ফিটনেস পেতে আর্চারকে কঠিন লড়াই করতে হয়েছে। তবে গত মাসে সাসেক্সের হয়ে ১৮ ওভার বোলিং করেছেন। ছয় বছর আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় আর্চারের। তবে এই সময়ের মধ্যে আর্চার ১৩টির বেশি টেস্ট খেলতে পারেননি। এজবাস্টনে ভারতের জয়ের পর বোলিং বিভাগকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে অ্যাটকিনসনকে ইংল্যান্ড দলে নেওয়া হয়েছিল। তবে তিনি এখনও ফিট হয়ে উঠতে পারেননি।
এই কারণেই তাঁকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। লর্ডসের পিচের যা ছবি দেখা যাচ্ছে, তাতে পুরো সবুজ। হেভি রোলারও ব্যবহার করা হচ্ছে। ফলে এই পিচে যেমন বাউন্স হবে, তেমন পেসও থাকবে। আর পিচে টার্ন হওয়ার সম্ভাবনা কমবে। সে কারণেই জোফ্রা আর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলেই অনেকে মনে করছেন। অন্যদিকে এই ম্যাচে ফেরার জন্য বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহও। যদিও ভারতীয় একাদশ জানানো হয়নি।প্রথম টেস্টে হারলেও ভারতীয় ব্যাটাররা দুটি টেস্টেই পাহাড় প্রমাণ রান তুলেছিল। এখন লর্ডস টেস্টের জন্য কী হয় সেই দিকে সবার নজর। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ম্যাচে সিরিজের ফলাফল অনেকটাই নির্ভর করবে।