আইএসএল হবে, কবে বলতে পারলেন না কল্যাণ চৌবে, স্বপ্ন দেখানো হল সুপার কাপের

0




আইএসএল হবেই। কিন্তু কবে? কোটি টাকার প্রশ্ন ছিল এটাই। তার সদুত্তর দিতে পারেননি এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে। বরং ছেলে ভোলানো গল্পই শুনিয়েছেন। আর দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই আইএসএলের ক্লাব প্রতিনিধি ও ফ্র্যাঞ্চাইজি সিইওদের সুপার কাপে মনোযোগী হতে বললেন। বৈঠক শেষে কল্যাণ চৌবে  বলেন,  ‘এতে কোনও সন্দেহ নেই, চলতি বছরেই আইএসএল অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে, সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আয়োজিত হতে পারে সুপার কাপ। দলগুলি প্রস্তুতি নেবে। ফুটবলারদের বিদেশ থেকে আনতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। পরবর্তী সভায় এই প্রতিযোগিতা শুরুর তারিখ আমরা ঘোষণা করব।’ ক্লাবদলগুলো সুপার কাপ খেলতে রাজি হয়েছে, তবে শর্ত একটাই, লিগ হওয়ার নিশ্চয়তা থাকতে হবে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে দাবি করেন, আইএসএল হবেই। ফলে, তা যে সুদূর ভবিষ্যতের গল্প, তা বুঝতে বাকি নেই কারোরই। প্রসঙ্গত, আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।  এরমধ্যেই ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি তিন ক্লাবই ফুটবলারদের ও স্টাফেদের বেতন দেওয়া বন্ধ করে দিয়ে বিবৃতি জারি করে দিয়েছে। কল্যাণ চৌবে অবশ্য এই ব্যাপারটা এড়িয়েই গেছেন। তিনি বলেন, ‘ফুটবলার এবং স্টাফদের বেতন দেওয়া ক্লাবের নিজস্ব সিদ্ধান্ত। আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না। সমস্ত শীর্ষস্থানীয় লিগেই এমন হয়’। নাকের বদলে যেমন নরুণ। তেমনই আইএসএলের সময়ে সুপার কাপ। সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই সময়ে ISL-এর উদ্বোধনী রাউন্ড অনুষ্ঠিত হয়, কিন্তু এবার সেই সময়টা ফাঁকা থাকায় এআইএফএফ সুপার কাপকে সেই জায়গায় নিয়ে আসছে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ। সুপার কাপ শুরু হলেও টুর্নামেন্টের ফরম্যাট কেমন হতে চলেছে, তা নিয়েও বিভ্রান্তি রয়েছে। এদিন মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা দিল্লিতে এই বৈঠকে যোগ দেয়নি। জানা যায়, ইস্টবেঙ্গলের প্রতিনিধি অনলাইনে ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *