ইতিহাস! কল্যাণীর মেয়ে সঙ্গীতার গোলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে ইস্টবেঙ্গল

0

স্পোর্টস ডেস্ক: স্পর্ধার মশাল লাল হলুদের মেয়েদের হাতেই।

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসিকে ১-০ গোলে হারিয়েছিল লাল হলুদ ব্রিগেড। এ বার দ্বিতীয় ম্যাচেও অপরাজিত রইল তারা। কাম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে হংকংয়ের দল কিচি এফসির বিরুদ্ধে ১-১ ড্র করল লাল হলুদের মেয়েরা। তাতেই এই প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে গেল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। তাও আবার গ্রুপ শীর্ষে থেকেই। এর আগে ভারত থেকে একমাত্র ওড়িশা এফসি মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছিল। সেই তালিকায় যুক্ত হল ইস্টবেঙ্গল।

কম্বোডিয়ার মাটিতে দাপুটে ফুটবল শুরু করেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৯ মিনিটে কল্যাণীর মেয়ে সঙ্গীতা বাসফোরের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ এই এক গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে কিচি এফসি-র মুই মেই হো গোল করে খেলায় সমতা ফেরান। এরপর খেলায় আর কোনো গোল না হওয়ায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে, গ্রুপ ই-র শীর্ষে থেকে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে চলে যায় ইস্টবেঙ্গল। এর আগে গোল করে ভারতকে এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূলপর্বে তোলার পর ক্লাব ফুটবলেও আবার গোল করে ইস্টবেঙ্গলকেও এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুললেন বঙ্গতনয়া সঙ্গীতা বাসফোর। ১১ সেপ্টেম্বর মূলপর্বের ড্র ঘোষিত হবে।

ইন্ডিয়ান উওমেন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পায় ইস্টবেঙ্গলের মেয়েরা। এরপরই দল গড়ায় মন দেয় ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান উইমেনস লিগ চ্যাম্পিয়ন দলের ১৪ জনকে ধরে রাখা হয়। সঙ্গে নেওয়া হয় উগান্ডার জাতীয় দলের ফরোয়ার্ড ফাজিলা ইকওয়াপুট এবং মিডফিল্ডার আমনা নবাবিকে। এছাড়া নাইজেরিয়ার ডিফেন্ডার মরিন ওকপালা এবং ঘানার আবেনা ওপোকুকেও দলে নেওয়া হয়।

এরপর চলে কল্যাণীতে প্রস্তুতি শিবির। আরও একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল ইস্টবেঙ্গল। এর আগে পুরুষ দল প্রথম ভারতীয় ক্লাব হিসেবে বিদেশে আশিয়ান কাপ জিতে নজির গড়েছিল। এবার বিদেশের মাটিতে মশাল জ্বালালেন সঙ্গীতারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed