অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তরোয়াল উপহার! ক্ষোভ উগরে দিলেন কমল হাসান
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না কমল হাসানের। এর আগে কন্নড় ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বেজায় ফাঁপরে পড়েছিলেন তিনি। ছাড় দেয়নি কর্নাটক হাই কোর্টও। এই খবর কিছুটা থিতু হতেই ফের নতুন আলোচনা। এ বার ভরা অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দিলেন তিনি। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয় যে তা সামাল দিতে ছুটে আসে পুলিশও। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো।
চেন্নাইয়ের এমএনএম দলের কর্মসূচিতেই এই বিতর্কের সূত্রপাত। উপস্থিত ছিলেন কমল হাসান। তিনি মঞ্চে ওঠেন। কথাও বলেন। এমন সময় এক ব্যক্তি অভিনেতাকে একটি তরোয়াল উপহার দেন। শুধু তাই নয়, সেটি ধরে ছবি তোলার জন্যেও জোর করতে থাকেন তিনি। কমলের বার বার বারণেও লাভ হয়নি বিশেষ। নাছোড়বান্দা ওই ব্যক্তি। প্রথমে হাসিমুখে পরিস্থিতি সামাল দিলেও এক সময়ে মেজাজ হারান কমল হাসান। বেশ চিৎকার করে ওই ব্যক্তিকে তরোয়াল মঞ্চ থেকে সরানোর কথা বলেন।
পরিস্থিতি সামাল দিতে দৌড়ে আসে পুলিশ। ওই ব্যক্তিকেও সরিয়ে নেওয়া হয় সত্ত্বর। অবশেষে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চায়।