তিন ‘স্টুডেন্ট’-এর ঘরেই এসেছে লক্ষ্মী, ‘শিক্ষক’ করণের কাছ থেকে কী বার্তা এল?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সময়ের চাকা কত দ্রুতই না ঘোরে! ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিটি এত বছর পরেও সমান ভাবে চর্চায়। তবে মাঝে কেটে গিয়েছে ১৩ বছর। করণ জোহরের প্রিয় ‘স্টুডেন্ট’রা এখন ঘোরতর সংসারী। মজার বিষয় হল, ওই ছবির তিন তারকার কোলেই এসেছে কন্যা সন্তান। ২০২২ সালে মা হয়েছেন আলিয়া ভাট। কোলে এসেছে রাহা। গত বছর কন্যা সন্তানের বাবা হয়েছেন বরুণ ধাওয়ান। আর এ বার তৃতীয় ‘ছাত্র’ সিদ্ধার্থের ঘরেও এল লক্ষ্মী। গত মঙ্গলবার, ১৫ জুলাই কন্যা সন্তানের জন্ম দিলেন কিয়ারা আদবানী। কী শুভেচ্ছা এল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পরিচালক করণের কাছ থেকে?
মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের আগমন হয়েছে। আনন্দ ধরে রাখতে পারেননি করণও। ইনস্টাগ্রামে সদ্য বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে পরিচালক লেখেন, “সবচেয়ে সুন্দর অনুভূতি। তোমাদের দু’জনকে অনেক শুভেচ্ছা। আমি জানি, তোমরা দারুণ বাবা-মা হবে।’
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরেই একসঙ্গে তিনজন পা রেখেছিলেন বলিউডে। কাকতালীয়ভাবে তিন তারকার বিয়েও হয়েছিল ক্রম অনুসারেই! এ বার তিনজনেই এক সন্তানের বাবা-মা এখন। নেটদুনিয়ায় আবেগে ভেসেছেন সিনেপ্রেমীরা।
২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই সিদ্ধার্থ এবং কিয়ারা। তাঁদের প্রেমের কথা কারওই অজানা নয়। গোপনে প্রেম চললেও ‘শেরশাহ’ ছবির প্রচারের সময় অভিনেতা-অভিনেত্রীর ‘সমীকরণ’ নজর কাড়ে সকলের।
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দু’বছরের মাথায় দিয়েছেন সুখবর। চলতি বছরে বিবাহ বার্ষিকীর মাসেই সমাজমাধ্যমে তারকা দম্পতি জানিয়েছিলেন তাঁদের সন্তান আসার কথা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই খুশির মুহূর্ত পুরোদস্তুর উপভোগ করে নিচ্ছেন দু’জনেই।