প্রাক্তন স্বামীকে হারিয়েছেন সদ্যই, ‘কঠিন সময় দীর্ঘস্থায়ী হবে না’, দিদি করিশ্মার পাশে করিনা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে হারিয়েছেন দু’সপ্তাহ আগেই। এরই মধ্যে ২৫ জুন তাঁর জন্মদিন। তবে এই বছরের পরিস্থিতিটা বিগত বছরগুলোর তুলনায় কিছুটা আলাদা। হৃদরোগে আক্রান্ত হয়ে সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর স্মৃতির ক্ষত এখনও দগদগে। এমন অবস্থায় দিদি করিশ্মা কাপুরের পাশে দাঁড়ালেন করিনা কাপুর।
নবাব পরিবারের আত্মীয়-পরিজনদের জন্মদিন মানেই জমকালো পার্টি বা জমজমাট ব্রাঞ্চ। এই বছরের উদযাপনটা যেন বড়ই ফিকে। যদিও করিনা লেখেন, ‘কঠিন সময় দীর্ঘস্থায়ী হবে না…’
সঞ্জয়ের মৃত্যুর পর প্রথম দিন থেকেই দিদির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন করিনা। শেষকৃত্যের সময়তেও ছায়াসঙ্গীর মতো ছিলেন অভিনেত্রী। ২৫ জুন, বুধবার করিশ্মার জন্মদিন। অন্য বছরের তুলনায় একটু আলাদা। এই কঠিন সময়ে দিদির পাশে দাঁড়াতে ভোলেন না তিনি। এ দিন ছবি পোস্ট করে করিনা লেখেন, ‘এ পৃথিবীতে তুমি আমার দেখা সেরা মেয়ে। জানি, খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কিন্তু কঠিন সময় খুব বেশি দিন থাকে না। যার মনের জোর সবচেয়ে বেশি, সে ঠিক টিকে যায়। আমার মা, প্রিয় বন্ধু, আমার দিদি লোলোকে জন্মদিনের শুভেচ্ছা।’

গত ১২ জুন লন্ডনে মৃত্যু হয়েছে জনপ্রিয় শিল্পপতির। ২০০৩ সালে সঞ্জয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। যদিও সেই দাম্পত্যজীবন খুব বেশি বছর স্থায়ী হয়নি। ২০০৫ সালেই নাকি আলাদা হতে চেয়েছিলেন তাঁরা। তারকা দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে কম আলোচনা হয়নি একসময়। এক সাক্ষাৎকারে করিশ্মা নিজেই জানিয়েছিলেন, বিয়ের পরের দিন থেকেই তাঁর স্বামী সঞ্জয় এবং শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর মানসিক অত্যাচার করতে আরম্ভ করেন।