ভিকি-ক্যাটরিনার কোলে প্রথম সন্তান! জল্পনাতেই কি বসল সিলমোহর?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২১ সালের শেষে বিবাহ, এ বার প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন ভিকি কৌশিল এবং ক্যাটরিনা কইফ! আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদই নাকি প্রথম সন্তান আসতে চলেছে তারকাদম্পতির পরিবারে। যদিও এই খবর প্রথম নয়, এর আগেও বহুবার এমনই জল্পনা রটেছে নেটমাধ্যমে।
তবে এ বার নাকি সবটাই সত্য! ঘনিষ্ঠ সূত্রে সিলমোহর পড়ল পড়েছে তাতেই। সেই সূত্র জল্পনা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছে। আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদই প্রথম সন্তান আসতে পারে তারকাদম্পতির ফোনে। যদিও এই প্রসঙ্গে কোনও কথাই বলেননি দু’জনে। সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী।