সন্তান জন্মের পরেই নতুন ইনিংস কিয়ারার! বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’ হচ্ছেন তিনিই?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের এই মুহূর্তে ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কিয়ারা আডবানী। এমনকি সন্তান জন্মের পরেও বসে থাকার মতো অবসর নেই। নতুন কাজে হাত দিতে চলেছেন নাকি অভিনেত্রী। তাও আবার বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’-এর বায়োপিকে!
মীনা কুমারী, বলিউডের অন্যতম চর্চিত নাম। একাধারে অভিনেত্রী, প্লে-ব্যাক গায়িকা এবং একইসঙ্গে কবি। দীর্ঘ ৩০ দশকের কর্মজীবনে কাজ করেছেন প্রায় ৯০টিরও বেশি ছবিতে। এ বার এই কিংবদন্তির ভূমিকাতে অভিনয় করারই নাকি প্রস্তাব দেওয়া হয়েছে কিয়ারাকে। সারেগামাপা এবং অভিনেত্রীর স্বামী তথা আমরোহী পরিবারের সঙ্গে হাত মিলিয়ে বিগ বাজেটের ছবি তৈরি করতে চলেছেন সিদ্ধার্থ পি মালহোত্র।

জানা গিয়েছে, এর আগে কৃতি শ্যাননের নামও উঠে এসেছিল নায়িকা নির্বাচনের দৌড়ে। তবে জল্পনা বলছে, এ ক্ষেত্রে কিয়ারাই রয়েছেন এগিয়ে। এমনকি শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্যও হাতে পেয়েছেন নায়িকা। কেবল খাতায়-কলমে চুক্তিবদ্ধ হওয়া বাকি।