বাবা হলেন কিঞ্জল নন্দ, লক্ষ্মীবারেই স্ত্রী নম্রতার কোলে এল দ্বিতীয় কন্যা সন্তান
এন্টারটেইনমেন্ট ডেস্ক: লক্ষ্মীবারের সকালেই সুখবর। দ্বিতীয়বার বার কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা কিঞ্জল নন্দ। সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিলেন সুখবর।
২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিকা নম্রতা ভট্টাচার্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিঞ্জল। অনেকেই জানেন অভিনেতার পাশাপাশি কিঞ্জলের আরও একটি পরিচয় রয়েছে। তিনি একজন চিকিৎসকও। ডাক্তারি পড়ার সময়ই নম্রতার সঙ্গে বন্ধুত্ব তারপরে প্রেম এবং বিয়ে। এখন দুই সন্তানের বাবা-মা-ও বটে। বৃহস্পতিবার সকালে ফেসবুকে কিঞ্জল লেখেন, ‘আমরা ভাগ্যবান, আমাদের কোলে দ্বিতীয় কন্যা সন্তান এসেছে। এই গোটা বিশ্ব, ভগবান এবং আমার পরিবারকে ধন্যবাদ জানাই। অবশেষে নম্রতাকেও ধন্যবাদ। অনেক ভালবাসি।’

গত বছরই প্রথম পিতৃসুখ পেয়েছিলেন কিঞ্জল। ওই বছর এপ্রিল মাসে সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। বছর ঘুরতেই ফের সুখবর। অভিনেতাকে সুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা। নতুন সদস্যের জন্য অনেক আদর’। আবার কেউ ফোন মারফতই আশীর্বাদ পাঠিয়েছেন একরত্তিকে।