‘কিস ক্যাম’-এ ধরা পড়ল সিইও-এইচআরের পরকীয়া! ‘কোল্ড প্লে’-কাণ্ডে প্রতিক্রিয়া মাস্কের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘কোল্ড-প্লে’র কনসার্ট এবং ‘স্ক্যান্ডল’- এই মুহূর্তে সমাজমাধ্যম জুড়ে ‘হট টপিক’ যেন এটাই। ওই কনসার্টে ‘অ্যাস্ট্রোনমার’ কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন তাঁর সহকর্মী ক্রিস্টিন ওই কোম্পানির এইচ আর পদে যুক্ত। কাবোটের সঙ্গে আপত্তিকরভাবে ক্যামেরাবন্দি হতেই তোলপাড় হল নেটপাড়া। ক্রিস্টিন সঙ্গীতশিল্পী ক্রিস মার্টিনের গানের অনুষ্ঠান উপভোগ করছিলেন দু’জনে। ভিড়ের মাঝেই যেন মিশে গিয়েছিলেন তাঁরা। কিন্তু স্পটলাইটের আলোতেই ফাঁস হল সবটা। গানে বিভোর ছিলেন দু’জনেই। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের দিকে তাক হয় ক্যামেরা ও স্পটলাইট। সবটা অনুমান করতে পেরে দুজনেই মুখ লোকান আড়ালে। কিন্তু ততক্ষণে সবটাই ‘প্রকাশ্যে’!

ব্যক্তিগত জীবনে দু’জনেই বিবাহিত। অথচ কনসার্টে এসে দিব্যি প্রেমে মত্ত ছিলেন। ফাঁস হওয়া ছবির ঝলকে এটাই স্পষ্ট, বাইরন এবং ক্রিস্টিন একে অপরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। পরকীয়া প্রকাশ্যে আসতেই তারপর থেকেই একের পর এক মন্তব্যের বন্যা। কেউ কেউ এই ঘটনার নাম দিয়েছেন, ‘কিস ক্যাম স্ক্যান্ডল’। আবার কেউ কেউ বলছেন, ‘কোল্ড-প্লে গেট’। এ বার এই বিতর্কে কিছুটা উস্কানি দিলেন ‘টেসলা’র সিইও ইলন মাস্ক।

কনসার্ট-কাণ্ডের পর একটি বিবৃতি পেশ করেন বাইরন। সেখানে স্ত্রীয়ের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় তাঁকে। সমাজমাধ্যমে সেই ক্ষমাপত্রের ছবি ছড়িয়ে পড়তেই মস্করা করে বসেন ইলন মাস্ক। ছবিটির মন্তব্য বাক্সে ‘হাসির ইমোজি’ ছুড়ে দেন তিনি। আর তারপর থেকেই ভাইরাল মাস্কের সেই মন্তব্য। যদিও নেটিজেনদের একাংশেরই অনুমান, সেই স্বীকারোক্তির ছবিটি সম্পূর্ণ ভুয়ো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *