দেবীপক্ষে কন্যা কাব্যর সঙ্গে আলাপ, নেটপাড়া বলছে, ‘যেন অবিকল কোয়েল’!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছর ঠিক দেবীপক্ষেই সুখবর দিয়েছিলেন কোয়েল মল্লিক। দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি। বছর ঘুরতে নতুন সদস্যের সঙ্গেও হয়ে গেল আলাপ। সপ্তমীর দুপুরে দেখা দিল ছোট্ট কাব্য। নেটপাড়া বলছে, ‘এ যেন অবিকল কোয়েল’।
১০১ বছরে পা দিল মল্লিক বাড়ির পুজো। যদিও অভিনেত্রী-কন্যা কাব্যর কাছে এটাই প্রথম দুর্গাপুজো। দুই সন্তানকে নিয়ে কোয়েলের কাছেও এই বছরের পুজো ‘বিশেষ’ই বলা চলে। উৎসবের মুখেই আডিশনের এক্সক্লুসিভ আড্ডায় তিনি বলেছিলেন, “এ বারে প্রথম বার পুজো দেখবে কাব্য। দু’জনকে নিয়ে এই বছরের পুজো খুব বিশেষ ভাবে কাটবে। এখন থেকেই ভেবে রেখেছি কে কোনদিন কোন জামাটা পরবে।”
এ দিন হলুদ পোশাকে ধরা দিল বাড়ির সবচেয়ে খুদে সদস্য। কখনও মায়ের কোলে চড়ে আবার কখনও বাবার কোলে বসে খিলখিলিয়ে হাসছে। অপর দিকে বোনের দিকে একদৃষ্টে চেয়ে কবীর। দুই সন্তানকে ক্যামেরার সামনে খোশ মেজাজে কোয়েল ও নিশপাল সিং রানে। যেন একেবারে সম্পূর্ণ ফ্রেম!
