বড়দিনে একসঙ্গে তিন বাংলা সিনেমা! বন্দুক হাতে কড়া চ্যালেঞ্জ দিতে তৈরি ‘মিতিন মাসি’ও

‘একটি খুন, অজস্র মুখোশ। সত্যের সন্ধানে আবার ফিরছে মিতিন’ বড়দিনেই ফিরছে। নতুন পোস্টার রিলিজ হতেই হইচই। কারণ, টলিউডের অন্যতম নায়িকা কোয়েল মল্লিককে দেখা যাবে মিতিন মাসির ভূমিকায়। পোস্টারে দেখা যাচ্ছে, একটি ছাই ছাই রঙের শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। হাতে বন্দুক, ট্রিগারে প্রস্তুত আঙুল, চোখে মোটা ফ্রেমের চশমা, তীক্ষ্ণ চাহনি। বলাই বাহুল্য, খুনের তদন্তে নেমে মিতিন আবিষ্কার করবে বহু স্তরের রহস্য। ছবিতে থাকবে টানটান উত্তেজনা আর নিশ্চিত অ্যাকশন সিকোয়েন্স। কারণ, শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে আহতও হয়েছিলেন কোয়েল। কিছুদিন শুটিং বন্ধ রাখার পর সুস্থ হয়ে আবার সেটে ফেরেন তিনি। কোয়েলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, দুলাল লাহিড়িসহ টলিউডের বেশ কয়েকজন পরিচিত শিল্পী।
২০১৪ সালে বইয়ের পাতায় শেষবার দেখা মিলেছিল প্রিয় গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’র। ২০১৫ সালে প্রয়াত হন চরিত্রের স্রষ্টা সুচিত্রা ভট্টাচার্য। এরপর দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে মিতিনকে পর্দায় ফিরিয়ে আনেন পরিচালক অরিন্দম শীল। কোয়েল মল্লিকের অনবদ্য অভিনয়ে ‘মিতিন’ জনপ্রিয়তা পায় নতুনভাবে। ২০২৩ সালে আসে দ্বিতীয় ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। এ বার তৃতীয় ছবি ‘মিতিন, একটি খুনির সন্ধানে’। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে তৈরি হবে মিতিন মাসির নতুন ছবিটি। চিত্রনাট্য সাজিয়েছেন অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত। রহস্য এবং প্রতিটি মোড়ে লুকিয়ে থাকা অদ্ভুত সব চমক ‘মিতিন একটি খুনির সন্ধানে’-কে নিয়ে আগ্রহ চতুর্দিকে।বড়দিনেই উন্মোচিত হবে নতুন রহস্যের জট।
এ বছর বড় দিনে মুক্তি পাচ্ছে একসঙ্গে তিনটি বাংলা সিনেমা। বড় বাজেটের দুটি প্রতীক্ষিত ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপতি ২’ নিয়ে উন্মাদনা ছিলই, এরওপর মিতিন মাসির চ্যালেঞ্জ যেন আগ্রহ বাড়িয়েছে সিনেপ্রেমীদের।
