এবার গরমে স্বস্তি, কলকাতায় চলে এল এসি লোকাল ট্রেন, জেনে নিন ভাড়া কত?

0

ট্রেন্ডিং: মুম্বই, চেন্নাইয়ের পর এবার কলকাতা। শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ-রানাঘাট শাখায় এসি লোকাল চলবে। ভাড়ার তালিকাও প্রকাশ করেছে পূর্ব রেল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দুটি এসি লোকাল ট্রেন বরাদ্দ করা হয়েছে শিয়ালদহ ডিভিশনের জন্য। তার মধ্যে প্রথম লোকাল ট্রেনটি বুধবার সকালে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে শিয়ালদহ ডিভিশনে পৌঁছয়।

এই লোকালটিকে রানাঘাটে পাঠানো হয়েছে বলে পূর্ব রেল জানিয়েছে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘ট্রেনটি আপাতত কয়েকদিন পরীক্ষামূলকভাবে চালানো হবে। সব ঠিক থাকলে আগামী মাস থেকেই যাত্রী পরিষেবা চালু করা হতে পারে।’ এসি লোকালে ১০ কিলোমিটার পর্যন্ত যাওয়ার ভাড়া পড়বে ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া পড়বে ৩৭ টাকা। ১০ কিলোমিটার দূরত্বের জন্য মাসিক ৫৯০ টাকা এবং ১১ থেকে ১৫ কিলোমিটারের জন্য ৭৮০ টাকা ভাড়া নেওয়া হতে পারে। যদিও শিয়ালদহ ডিভিশনে কোন কোন শাখায় এই ট্রেন চালানো হবে এবং কত ভাড়া হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। মেট্রোর মতো এসি লোকালে ও স্টেশনে পৌঁছলে দরজা খুলবে ও যাত্রীরা ওঠার পর দরজা বন্ধ হবে।

মেট্রোর মতোই দুটি কোচের মধ্যবর্তী ভেস্টিবিউল দিয়ে এক কামরা থেকে অন্য কামরায় যাওয়া যাবে। কোচের ভিতরে উন্নত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। বারো কোচের এই লোকালে মোট আসন সংখ্যা আনুমানিক ১১০০। সমস্ত কোচে সিসি ক্যামেরা রয়েছে। এছাড়াও থাকছে জিপিএস নির্ভর প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে বোর্ড ও ঘোষণা ব্যবস্থা। এই ট্রেনের সব কামরাতেই এসি থাকবে। পুরো ট্রেনটির কোচগুলি স্টেনলেস স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে। যাত্রীদের বসার এবং দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা ও মালপত্র রাখার জন্য আধুনিক তাক থাকছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *