পরপর ধাক্কা! মায়ের পর বাঙালি স্ত্রী’কেও হারালেন ময়দানের পরিচিত বিদেশি ক্রোমা

0



‘জীবন চলছে না সোজা পথে…’। একের পর এক দুঃসংবাদ। জীবনটাই যেন অন্ধকারে ডুবল ভারতীয় ফুটবলে সাড়া ফেলে দেওয়া লাইবেরিয়ান ফুটবলার আনসুমানা ক্রোমার। কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মা। এবার স্ত্রীকেও হারালেন ক্রোমা। বুধবার আচমকা হৃদ্রোগে প্রয়াত হলেন তাঁর বাঙালি স্ত্রী পূজা, যিনি বিয়ের পর সাদিয়া নাম গ্রহণ করেছিলেন। সমাজমাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে শোকস্তব্ধ ক্রোমা লিখেছেন, ‘তুমি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে সাদিয়া। আমি পুরোপুরি ভেঙে পড়েছি। আমাদের দুই সন্তানকে আমি কী ভাবে বলব যে, তাদের মা আর নেই। আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গিয়েছে, যেখানে সবাইকেই যেতে হয়।’ সূত্রের খবর, মঙ্গলবার রাতে একেবারেই স্বাভাবিক ছিলেন পূজা। কিছুক্ষণ পর শৌচাগারে যাওয়ার সময় আচমকাই পড়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। প্রাথমিকভাবে হৃদ্রোগকেই মৃত্যুর কারণ হিসাবে মনে করা হচ্ছে।
ময়দানের অতি পরিচিত ক্রোমা ইস্টবেঙ্গল, মোহনবাগানের হয়ে খেলার পাশাপাশি পিয়ারলেসকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন।চার্চিল ব্রাদার্সের জার্সিতেও খেলেছেন। গত মরশুমে আই লিগ খেলেছেন মণিপুরের ক্লাব নোরোকার হয়ে। গত বছর নিজেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সেই কঠিন সময়ে দিনরাত এক করে তাঁকে সুস্থ করে তুলেছিলেন পূজা। সংকটজনক অবস্থা থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন তিনি।এরমধ্যেই পরপর ধাক্কা!
ফেসবুকের মাধ্যমে পরিচয়, এরপর কলকাতার ফুটবল মাঠেই আলাপ ক্রোমা-পূজার। সেখান থেকেই গড়ে ওঠে প্রেম, তারপর ২০১৯ সালে বিয়ে। সুখী সংসারে দুই সন্তানও এসেছে—একজনের বয়স পাঁচ বছর, অপরজন মাত্র দু’মাস। ক্রোমা লাইবেরিয়ান হলেও, কলকাতাতেই ঘর বেঁধেছিলেন দু’জনে। গত মাসেই ছিল পূজার জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন ক্রোমা।পূজার শেষ সময়ে অবশ্য পাশে ছিলেন না ক্রোমা । ব্যক্তিগত কাজে দেশে ফিরে গিয়েছেন লাইবেরিয়ার তারকা। আগামী মাসে তাঁর দেশে ফেরার কথা । তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল ফুটবলারের জীবনে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *