ক্রিকেটে বাংলার সেরা মেয়েদের মধ্যে কলকাতা, ছেলেদের হাওড়া

0




বৃষ্টিভেজা ইডেন। আতশবাজির প্রদর্শনী। হাজার পাঁচেক দর্শকের চিৎকার। জমজমাট সিএবি আয়োজিত বেঙ্গল প্রো টি-২০ লিগের জোড়া ফাইনাল। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। রানার্স সোবিস্কো স্ম্যাশার্স মালদা। আর ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। রানার্স গতবারের চাম্পিয়ন মুর্শিদাবাদ কিংস। মেয়েদের লড়াইয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৬ রানে রোমাঞ্চকর জয় তুলে নেয় কলকাতা। ম্যাচের সেরা মিতা ৫২ বলে ৫১ রান করার পাশাপাশি, ১২ রানে জোড়া উইকেট তুলে নেন। পরপর দু’বার মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় কলকাতা। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকেই হারিয়ে যায় মালদা। ৫.২ ওভারে মাত্র ২২ রানে ৪ উইকেট হারায়। শেষমেষ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে জেতে কলকাতা টাইগার্স। ট্রফি তুলে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী। ছিলেন ঝুলন গোস্বামী।
অন্যদিকে ছেলেদের খেলায় হাওড়া টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫০ রান তোলে। আদিত্য পুরোহিত ২০ বলে ৩০, অরিন্দম ঘোষ ২৩ বলে ২৬ ও শাকির গান্ধী ২৫ বলে ৩১ ব্যাট হাতে অবদান রাখেন। জবাবে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ  ৯ ওভারের মধ্যে ৫৮ রান তুলতে গিয়ে চার উইকেট হারায়। কিংসের হয়ে একমাত্র আলো জ্বাললেন তন্ময় প্রামাণিক ৩৩ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। হাওড়া ফাইনাল জেতে ৯ রানে। কনিষ্ক সেঠ ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। সমাপ্তি অনুষ্ঠানে কোনও বড় চমক না থাকলেও, ইনিংস বিরতিতে মিনিট তিনেকের লেজার শোয়ের সঙ্গে আতশবাজির প্রদর্শনী ছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *