“ওঁকে ভুলতেও ‘জমানা’ লেগে যাবে!” শুটিংয়ের ফাঁকে কার স্মৃতিতে চোখ ভিজেছিল কঙ্কনার?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শ্রোতাদের প্লে-লিস্টে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ‘মেট্রো ইন দিনো’ ছবির গান ‘জমানা লাগে’। ২০০৭ সালে ‘লাইফ ইন এ মেট্রো’র স্মৃতি আজও অমলিন দর্শকদের কাছে। প্রায় ১৭ বছরের ব্যবধান। ছবির সিক্যুয়েলেও বদল এসেছে বিস্তর। কেউ কেউ ছবির অ্যালবামে মনে করছেন প্রয়াত গায়ক কেকে-র সুর। আবার কেউ কেউ ছবির ঝলকে খুঁজে বেরাচ্ছেন ইরফান খানকে।

‘লাইফ ইন অ্যা মেট্রো’ ছবিতে কঙ্কনা সেনশর্মার সঙ্গে ‘মন্টি’ ইরফানের রসায়ন আজও ভোলেননি মানুষ। ছবির সিক্যুয়েলে অভিনেতার অনুপস্থিতি মেনে নিতে পারছেন না অনেকেই। এমনকি কঙ্কনা নিজেও। জানা যায়, ছবির শুটিংয়ের ফাঁকেও নাকি ইরফানের স্মৃতিতে ‘ডুব’ দিতেন তিনি। এমনকি অভিনেতার কথা ভেবে আজও চোখ ভেজে অভিনেত্রীর।

ছবির গান ‘জমানা লাগে’র একটি লাইনেই রয়েছে, ‘তোমাকে ভুলতে হয় তো আমার এক যুগ লাগবে…’ বাস্তবেও কঙ্কনার সঙ্গে হয়েছে এমনই। ছবির প্রচারে এসে ইরফানের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “ওকে ভুলতেও হয় তো আমার এক যুগ কেটে যাবে।”

পরিচালক অনুরাগ বসু জানান, ছবির সিক্যুয়েলে এমন কিছু দৃশ্য আছে, যার সঙ্গে মিল রয়েছে প্রিক্যুয়েলের কিছু দৃশ্যের। শুটিংয়ের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন কঙ্কনা। অনুরাগ বলেন, “একটা দৃশ্য ছিল, যা অনেকটাই আগের ছবির সঙ্গে মিলে যায়। কঙ্কনা আমার দিকে তাকায় এবং কাঁদতে শুরু করে।”

এই ছবিতে কেকে-র অনুপস্থিতিও নজরে পড়ার মতো। গায়কের স্মৃতিতেও ডুব দেন পরিচালক। তিনি বলেন, “আমার কেকে-কে বড় মনে পড়ে। আরও অনেকেই এই ছবিতে নেই।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *