মিমি-অঙ্কুশকে ইডির তলব শিবপ্রসাদের ‘প্রচার কৌশল’! ‘রক্তবীজ ২’-এর আগে রসিকতা কুণালের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টলিপাড়ার একের পর এক ইডির সমন! প্রথমে অঙ্কুশ হাজরা। তার পর মিমি চক্রবর্তী। খবর, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে দুই তারকার। ঘটনাচক্রে দু’জনেই অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’তে। এ বার প্রসঙ্গকে ঘিরেই কুণালের প্রশ্ন, ‘ইডির সমন শিবুর প্রচার কৌশল নয় তো?’

পুজোর আবহেই মুক্তি পাচ্ছে এই ছবি ‘রক্তবীজ ২’। তাঁর আগেই এমন ইডির তলব। কুণাল সমাজমাধ্যমে রসিকতার ছলেই লেখেন, ‘মিমিকে ইডির নোটিস। আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই। তবে ‘রক্তবীজ ২’ ছবির প্রচারে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা তো অনুষ্ঠানের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *