F2 রেসিংয়ের বিশ্বকে পিছনে ফেলল ভারত, ইতিহাস গড়লেন কুশ

0

স্পোর্টস ডেস্ক: ‘আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এবং দেশ আপনার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে’।
কথাটা বলেছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। বলেছেন ২৪ বছরের তরুণ কুশ মাইনির উদ্দেশ্যে। বলার কারণও আছে। আসলে, এই প্রথম বিদেশের মাটিতে গতির দৌড়েও সবাইকে পিছনে ফেলল ভারত। সৌজন্যে ভারতীয় রেসার কুশ মাইনি। F2 মোনাকো রেসেই বাজিমাত করেন তিনি। মন্টে কার্লোতে ফর্মুলা ২ রেসে ইতালি, ইংল্যান্ডদের রেসারদের পিছনে ফেলে প্রথম ভারতীয় হিসেবে অনন্য ইতিহাস গড়েছেন কুশ মাইনি। তাঁর অনবদ্য কৃতিত্বেই মোনাকোর পোডিয়ামে বেজে ওঠে জন-গণ-মন।

ভারতের মোটরস্পোর্টস জগতে যা প্রথম। ডিএএমএস লুকাস অয়েলের হয়ে এই প্রতিযোগিতায় যোগ দিয়ে ২৪ বছর বয়সি এই তরুণ স্প্রিন্ট রেসে শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁত ড্রাইভ করেছেন। মন্টে কার্লোর আইকনিক স্ট্রিট সার্কিটে ৩০টি ল্যাপের সবকটিতেই লিড করেছেন কুশ। চলতি বছরে প্রথমবার কোনও রেসে তিনি প্রথম তিনজন প্রতিযোগীর মধ্যে থাকলেন। গত বছর, ২০২৪ সালের ফর্মুলা ২ মরসুমে মাইনির দুর্দান্ত কেটেছিল, পাঁচটি পোডিয়াম ফিনিশিং করেছিলেন, যার মধ্যে হাঙ্গেরিতে একটি স্মরণীয় জয়ও ছিল। কিন্তু এই জয় সবকিছু ছাপিয়ে গেছে। ভারতীয় এই ড্রাইভারের পর দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইতালির গ্যাব্রিয়েল মিনি এবং ইংল্যান্ডের লুক ব্রাউনিং তৃতীয় হয়েছেন।

বেঙ্গালুরুর এই রেসিং ড্রাইভার ট্রফি হাতে নিয়ে বলেন, ‘মোনাকোতে স্বপ্ন সফল হল। আমি প্রথম ভারতীয় যে মোনাকোতে জয়ের। এটা সত্যিই একটা বিরাট সম্মান। যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আমার বিশ্বাস রবিবার রেসের জন্য আত্মবিশ্বাস বাড়বে’। উল্লেখ্য, পরের সপ্তাহে বার্সেলোনাতে রেসিংয়ে নামবেন তিনি। কুশ মাইনি ২০১৬ সালে ইতালীয় এফ ফোর-এ রেসিং শুরু করেন। এরপর ক্রমেই উত্থান। ২০১৮ সালে ব্রিটিশ ফর্মুলা থ্রিতে তৃতীয় স্থান দখল করেন। ২০২০ সালে দ্বিতীয় স্থান অর্জন করেন কুশ মাইনি। এছাড়া F3 এশিয়া এবং FIA ওয়ার্ল্ড এন্ডুরেন্স চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন ৷ ২০২৩ সালে তিনি F2-এ DAMS-এর হয়ে প্রতিযোগিতায় অংশ নেন ৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *