২৫ বছর পর ফিরছে তুলসী, ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’র নস্টালজিয়া আবারও ছোটপর্দায়!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘ ২৫ বছর পর ছোটপর্দায় ফিরছে সকলের প্রিয় ‘তুলসী বিরানি’, অর্থাৎ অভিনেত্রী ও বর্তমানে রাজনীতিবিদ স্মৃতি ইরানি। একতা কাপুরের কাল্ট ক্লাসিক ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ নতুন সিজন নিয়ে আসছে. আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৭ জুলাই প্রকাশ্যে এসেছে প্রথম টিজার।
দর্শকদের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছিল ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকটি। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চলা এই ধারাবাহিক সকল দর্শকদের অন্দরমহলে রীতিমতো ঝড় তুলেছিল। তুলসী আর মিহিরের জুটি ছিল সবার পছন্দের। ২৫ বছর পরেও সেই ভালবাসার টানেই ফিরছে তুলসী। সঙ্গে থাকছেন অমর উপাধ্যায় মিহিরের চরিত্রে, এবং হিতেন তেজওয়ানি ও গৌরী প্রধানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
প্রথম ঝলকেই দর্শকদের মনে নস্টালজিয়ার হাওয়া। প্রোমোতে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁয় বসে একটি পরিবার ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ নিয়ে স্মৃতিচারণ করছে। মা বলছেন, এই শো দেখেই তাদের একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস তৈরি হয়েছিল। ছেলে যখন জানায়, শো আবার ফিরছে, তখন মায়ের মুখে সেই উচ্ছ্বাস। এর পরেই আসে স্মৃতির সেই আইকনিক দৃশ্য – তুলসী গাছে জল দিচ্ছে আর বলছে, “জরুর আউঙ্গি। কিউঁকি, হামারা ২৫ সালো কা রিশতা যো হ্যায়। ওয়াক্ত আ গায়া হ্যায় আপসে ফির মিলনে কা।” এই প্রোমো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
স্মৃতি ইরানির প্রথম লুকও প্রকাশ পেয়েছে, যেখানে তাকে পুরোনো সেই চেনা রূপে দেখা যাচ্ছে – মেরুন শাড়ি, বড় লাল টিপ, কপালে সিঁদুর, আর গলায় ভারী গয়না। এই লুক দেখে অনেকেই নস্টালজিয়ায় ভাসছেন। কেউ বলছেন, “তুলসীর ফিরে আসার সঙ্গে সঙ্গে শৈশব আবার ফিরে এল।” অনেকেই আবার মজাদার কমেন্ট করে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’র সঙ্গে তুলনা করছেন। ২৯ জুলাই রাত ১০:৩০ থেকে স্টার প্লাসে শুরু হচ্ছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি ২’। জিওহটস্টারেও দেখা যাবে। ২৫ বছর পর তুলসী ফিরছে নতুন গল্প নিয়ে, যা আধুনিক প্রজন্মের দর্শকদেরও কাছে টানবে বলে আশা করা হচ্ছে।