কসবা কাণ্ডে নতুন ধারা, বাতিল হল মনোজিতের বার কাউন্সিলের রেজিস্ট্রেশন
ট্রেন্ডিং: কসবা আইন কলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ চারজনের বিরুদ্ধে এবার আরও ৬টি নতুন ধারা যুক্ত করল কলকাতা পুলিশ। এর ফলে মোট ৯টি ধারায় মামলা চলছে অভিযুক্তদের বিরুদ্ধে। তদন্তে গতি আনতে ও ঘটনার জটিলতা খতিয়ে দেখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তদন্তকারীরা।
নতুন এই ধারাগুলি হল—
১) ধারা ৭৭: কোনও মহিলার অনুমতি ছাড়া তাঁর ছবি তোলা বা প্রচার করা
২) ধারা ১১৮(১): বিনা প্ররোচনায় কাউকে আঘাত করা
৩) ধারা ৩৫১(৩): অপরাধমূলক ভীতি প্রদর্শন
৪) ধারা ১৪০(৩): অপহরণ
৫) ধারা ১৪০(৪): আঘাত বা নির্যাতনের উদ্দেশ্যে অপহরণ
৬) ধারা ১৪২: অপহৃত ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখা
এই নতুন ধারাগুলি যুক্ত করা হয়েছে মনোজিৎ মিশ্র ছাড়াও প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও।এফআইআর-এ আগে অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারাগুলি ছিল – গণধর্ষণ, অন্যায়ভাবে আটকে রাখা এবং সহযোগী হয়ে অপরাধ সংঘটনের অভিযোগ। কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) এখন এই কাণ্ডের তদন্তের দায়িত্বে রয়েছে। এবার নতুন ধারা সংযোজন করা হলো। পাশাপাশি কসবা কান্ডে তদন্ত ভার এবার লালবাজারের গোয়েন্দা বিভাগ নিল। তবে এই গণধর্ষনের ঘটনায় যে নয় সদস্যের সীট গঠন করা হয়েছিল, তারা লালবাজারের এই দলের সঙ্গে একসঙ্গে কাজ করবে।
এদিকে ঘটনায় অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বার কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য বার কাউন্সিল। এই ধর্ষণের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। কংগ্রেসের পক্ষ থেকে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়।বিজেপি যুব মোর্চা কন্যা সুরক্ষা যাত্রার অঙ্গ হিসেবে কসবা অভিযান কর্মসূচি পালন করে। রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে কসবা ল কলেজের সামনে এই মিছিল শেষ হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের কয়েকজন সদস্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ মিছিলে উপস্থিত ছিলেন।