মেসি-রোনাল্ডো নেই, কারা থাকলেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়? কে এগিয়ে

0




কার হাতে উঠবে ২০২৫ সালের ব্যালন ডি’অর? প্রকাশ হল ৩০ জনের শর্টলিস্ট। যেখানে আরও একটা বছর ব্যালন ডি’অরের মনোনয়নে নেই লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। যেখানে আছেন ব্রাজিল-আর্জেন্টিনার দুইজন করে ফুটবলার। আর্জেন্টিনার দুই ফুটবলার হলেন-অ্যালেক্সিস ম্যাক এলিস্টার এবং লাওতারো মার্টিনেজ। ব্রাজিলের দুই ফুটবলার রাফিনহা আর ভিনিসিয়ুস জুনিয়র।  গত মরশুমে ফ্রান্সের সব ট্রফিই উঠেছে পিএসজির ক্যাবিনেটে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে শুধু রানার্সআপ। এমন অসাধারণ অর্জনের পেছনে উসমান ডেম্বেলে-জিয়ানলুইজি দোন্নারুমারা ছড়িয়েছেন আলো। ২০২৫ ব্যালন ডি’অর মনোয়নের তালিকায় তাই ফরাসি জায়ান্টদের দাপট। ব্যালন ডি’অরে সর্বোচ্চ ৯ ফুটবলার রয়েছে পিএসজির। দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন মনোনয়ন পেয়েছেন বার্সেলোনা থেকে। মনে করা হচ্ছে, এবারের ব্যালন ডি’অরে লড়াইটা মূলত হবে ফ্রান্সের উসমান ডেম্বেলে, ব্রাজিলের রাফিনহা আর স্পেনের লামিন ইয়ামালের মধ্যে। যারমধ্যে সবচেয়ে ফেভারিট ডেম্বেলেই। পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অগ্রণী ভূমিকা রাখা এই ফরাসি তারকা ফাইনালে করিয়েছেন দুটি গোলের সাহায্য—মার্শেলোর ২০১৮ সালের রেকর্ডের পর এমন কীর্তি আর কেউ গড়েননি। গত মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ডেম্বেলের গোল সংখ্যা ৩৩, আর অ্যাসিস্ট ১৩।  আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। মোট ১০টি বিভাগে দেওয়া হবে পুরস্কার, যার মধ্যে সবচেয়ে আলোচিত পুরুষদের ব্যালন ডি’অর।

দেখে নিন একনজরে সংক্ষিপ্ত তালিকা:
উসমান ডেম্বেলে-পিএসজি (ফ্রান্স), জিয়ানলুইজি দোনারুমা-পিএসজি (ইতালি), জুড বেলিংহাম-রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড), দেজিরে দুয়ে-পিএসজি (ফ্রান্স), ডেনজেল ডামফ্রিস-ইন্টার মিলান (নেদারল্যান্ডস), সেরহু গিরাসি-বরুসিয়া ডর্টমুন্ড (গিনি), আর্লিং হালান্ড-ম্যাঞ্চেস্টার সিটি (নরওয়ে), ভিক্টর গিওকেরেস-আর্সেনাল (সুইডেন), আশরাফ হাকিমি-পিএসজি (মরক্কো), হ্যারি কেইন-বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড), খিচা কাভারেস্কাইয়া-পিএসজি (জর্জিয়া), রবার্ট লেওয়ানডোস্কি-বার্সেলোনা (পোল্যান্ড), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার-লিভারপুল (আর্জেন্টিনা), লাওতারো মার্টিনেজ-ইন্টার মিলান (আর্জেন্টিনা), স্কট ম্যাকটমিনে-নাপোলি (স্কটল্যান্ড), কিলিয়ান এমবাপে-রিয়াল মাদ্রিদ (ফ্রান্স), নুনো মেন্দেজ-পিএসজি (পর্তুগাল), জোয়াও নেভেস-পিএসজি (পর্তুগাল), পেদ্রি-বার্সেলোনা (স্পেন), কোল পালমার-চেলসি (ইংল্যান্ড), মাইকেল ওলিসে-বায়ার্ন মিউনিখ (ফ্রান্স), রাফিনহা-বার্সেলোনা (ব্রাজিল), ডেকলান রাইস-আর্সেনাল (ইংল্যান্ড), ফাবিয়ান রুইজ-পিএসজি (স্পেন), ভার্জিল ভ্যান ডাইক-লিভারপুল (নেদারল্যান্ডস), ভিনিসিয়ুস জুনিয়র-রিয়াল মাদ্রিদ (ব্রাজিল), মহম্মদ সালাহ-লিভারপুল (মিশর), ফ্লোরিয়ান ভির্টজ-লিভারপুল (জার্মানি), ভিতিনহা-পিএসজি (পর্তুগাল), লামিনে ইয়ামাল-বার্সেলোনা (স্পেন)।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *