মায়ামির জার্সিতে মেসির জোড়া গোল, ইতিহাস গড়লেন মেসি
যেন মনে হচ্ছিল—৩৮ নয়, যেন তিনি ঠিক সেই বার্সেলোনার সোনালি যুগের যুবক! মায়ামি জার্সিতে যেন প্রতি ম্যাচেই মায়া জাদু ছড়াচ্ছেন ফুটবলের ম্যাজিশিয়ান মেসি! যেন আগুন মেসি!
নিউ ইংল্যান্ড রেভল্যুশনের মাঠে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। শুধু দলকে জেতালেন না, মেজর লিগ সকারে (এমএলএস) গড়লেন এক অনন্য রেকর্ডও—টানা চার ম্যাচে একাধিক গোলের নজির, যা এর আগে কারও নেই। গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয় মেসির গোলের এই যাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং শেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করলেন। তাতে লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত মেসির দল। জয় চারটিতে, ড্র একটি। শেষ দুই ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। এই নিয়ে চলতি মরশুমে ১৪ গোল করলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মরশুমে আর্জেন্টাইন তারকার গোলের সংখ্যা ২০টি। ম্যাচের প্রথমার্ধেই মায়ামিকে এগিয়ে দেন মেসি।
২৭ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে পেনাল্টি-বক্সে ঢুকে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩৮ মিনিটে মাঝমাঠ থেকে সের্জিও বুসকেটসের পাসে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা। ইন্টার মায়ামি কোচ জেভিয়ার মাসচেরানো বলেন, ‘মেসি শুধু গোল করছে না, পুরো দলকে নেতৃত্ব দিচ্ছে। ওর উপস্থিতি তরুণদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে, আর আমাদের জয়ের মানসিকতা তৈরি করছে।’ এই পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে মায়ামি, যা প্লে-অফের পথে বড় পাওয়া। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে মায়ামির অবস্থান পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ১৮। সাত পয়েন্টের ব্যবধানে সবার শীর্ষ এফসি সিনসিনাতি। যদিও মায়ামি তাদের সামনে থাকা চার দলের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।মেসির এই গোলের ধারাবাহিকতা শুধু লিগেই নয়। ক্লাব বিশ্বকাপেও তিনি গোল করেছেন পোর্তোর বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে। যদিও দল বিদায় নেয় শেষ ষোলো থেকে। তবে তার গোলের ধারাবাহিকতা ও মাঠে প্রভাব যেন বয়সকে থামিয়ে দিয়েছে। গত বছরের মাঝামাঝি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই যেন আর্জেন্টাইন মহাতারকা আবার ফিরেছেন সোনালি অধ্যায়ে।