ঘরের মাঠে লাস্ট ডান্স! মেসির ইঙ্গিত স্পষ্ট, মাঠে থাকবেন মেসির গোটা পরিবার

0

স্পোর্টস ডেস্ক: সবকিছুরই একটা শেষ হয়। সবকিছুরই সময় শেষ হয়ে আসে। লিওনেল মেসির ক্ষেত্রেও যেন তাই। মনে মনে আর্জেন্টাইন জাদুকর ঠিকই যেন করে ফেলেছেন। এ’বছর সেপ্টেম্বরেই ‘লাস্ট ডান্স’ দেখা যাবে তাঁর। আর্জেন্টিনার ঘরের মাঠে শেষবারের মতোন নামবেন। আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে আগামী সপ্তাহে ঘরের মাঠে খেলবে। ২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের মাঠে আর ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার জন্য এটা অনেক বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। কারণ, এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ।’

বুয়েন্স আয়ার্সর মনুমেন্তাল স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। সেখানে পরিবারের সবাইকেও ডাকছেন মেসি। নিজেই বলেছেন, ‘ভেনেজুয়েলা ম্যাচের পর আর কোনো প্রীতি ম্যাচ থাকবে কি না, জানি না। তবে ম্যাচটা অনেক বিশেষ। আমার পরিবার থাকবে সেখানে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনদের সামনে উপভোগ করতে চাই। তবে এরপর যে কী হবে, তা জানি না।’ অবশ্য মেসির মন্তব্যে ঘরের মাঠে তিনি শেষবার নামবেন বলে সরাসরি কোনো ইঙ্গিত নেই।

আবার এরপর যে খেলতে পারেন কি না সেই অনিশ্চয়তাও ফুটে উঠেছে। তাতেই মনে করা হচ্ছে, ঘরের মাঠে মাঠ মাতানোর আর সুযোগ নাও হতে পারে মেসির।আগামী বছর বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত এর আগে দিয়েছেন মেসি। এই হিসেবে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা নিজেদের মাটিতে প্রীতি ম্যাচ না খেললে ভেনেজুয়েলা ম্যাচই হতে পারে ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। মেসির এ বক্তব্যের পর দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আর দেরি করেনি। মেসির একটা ছবি পোস্ট করা হয়। ক্যাপশনের লেখা ‘হেয়ার কামস দ্য লাস্ট ড্যান্স।’ অর্থাৎ ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচটা এগিয়ে আসছে! এই ম্যাচে টিকিটের দাম বাড়িয়েছে এএফএ। সবচেয়ে সস্তা টিকিটের দাম ১০০ ডলার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed