উত্তরবঙ্গের পাশে মেসি! কলকাতায় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন ১০ লক্ষ টাকার অনুদান

বাংলার যে পাহাড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যেত, সেখানেই প্রাকৃতিক দুর্যোগে সব ছিন্নভিন্ন হতে দেখে কেঁদে উঠেছিল বাঙালির মন। এক রাতের বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। শুধু তো ক্ষয়ক্ষতি নয়, প্রাণহানিও হয় একের পর এক। উত্তরবঙ্গ আবার স্বাভাবিক হয়ে উঠুক এমনটাই চায় সকলে, এমনকি লিওনেল মেসিও। উত্তরবঙ্গ এই কঠিন সময়ে পাশে পেল আর্জেন্টাইন বিশ্বজয়ী অধিনায়ককে।
১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন মেসি। প্রথমে কলকাতা, তারপর মুম্বই ও শেষে দিল্লিতে তিনি অনুষ্ঠানে অংশ নেবেন। কলকাতা এসে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন। সেখানেই মেসি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার একটি চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। উত্তরবঙ্গের বন্যাত্রানের জন্য এই টিকিটের টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত।
সমাজ মাধ্যমে শতদ্রু লেখেন, ‘গোট ট্যুরের (GOAT Tour) অংশ হিসাবে একজন স্পনসর কথা দিয়েছেন, উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন। লিওনেল মেসি এই টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন জনহিতকর প্রকল্পের অংশ হিসাবে।’

এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা এবং সমগ্র ফুটবলপ্রেমী মহলে উন্মাদনার হাওয়া বইতে শুরু করেছে। ১৪ বছর পর যুবভারতীতে ফিরে আসার এই সফর শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা কলকাতার মানুষের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। কারণ যুবভারতীতে লিওনেল মেসি এ বার ফিরতে চলেছেন বিশ্বজয়ী হিসাবে, সর্বকালের অন্যতম সেরা হিসাবে। যুবভারতীতে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের একটি প্রদর্শনী ম্যাচও রয়েছে। যেখানে অংশ নেবেন প্রাক্তন ফুটবলার থেকে বিভিন্ন বলিউড সুপারস্টাররা। যে দল জিতবে, সেই দল মেসির হাত থেকে ট্রফি পাবে। দুটি দলের নাম দেওয়া হয়েছে মোহনবাগান মেসি অল স্টারস ও ইস্টবেঙ্গল মেসি অল স্টারস। মেসির সঙ্গে আসছেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু রডরিগো ডি’পল আর লুই সুয়ারেজ। মেসির এই সফর ঘিরে ইতিমধ্যের টিকিটের চাহিদা তুঙ্গে।