৯০ মিনিট নিষ্প্রভ মেসি, লজ্জার হার ফাইনালে, কোচের গায়ে থুতু সুয়ারেজের!

0

স্পোর্টস ডেস্ক: পুরো ৯০ মিনিট খেললেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, রদ্রিগো ডি পল, সার্জিও বুস্কেটসের মত খেলোয়াড়রা। তবু জয় অধরা। মেসিদের ইন্টার মিয়ামিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন সিয়াটল সাউন্ডার্স। এই হারের মধ্যে দিয়ে মেসির ফাইনাল ব্যর্থতার সংখ্যা দাঁড়াল ১৩-তে। এর মধ্যে ৬টি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে—তিনটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ, আর বাকি দুটি বয়সভিত্তিক প্রতিযোগিতায়। বার্সেলোনার হয়ে তিনি হেরেছেন চারটি ফাইনালে—স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং ইউরোপিয়ান সুপার কাপে। আর ইন্টার মায়ামির হয়ে এটি তার প্রথম ফাইনাল হার। তাই দুঃখিত মেসি। তবে মেসিদের এই ম্যাচ আলোচনায় উঠে এসেছে অন্য কারণে।

খেলা শেষে আনন্দ বা দুঃখিত হওয়ার মাঝেই হাতাহাতিতে জড়ালেন দুই দলের খেলোয়াড়রা। সেই হাতাহাতি চলল দীর্ঘক্ষণ। নতুন বিতর্কে জড়ালেন লুই সুয়ারেজ। হারের পর প্রতিপক্ষ কোচের মুখে থুতু ছিটিয়েছেন নাকি তিনি।
সিয়াটলের ঘরের মাঠে হাজির হয়েছিল প্রায় ৬৯ হাজার ৩০০-র বেশি দর্শক, যা লিগের ইতিহাসে নতুন রেকর্ড। আর আশ্চর্যের ব্যাপার, এত বড় ভিড়ের বেশিরভাগটাই ছিল মেসির বিপক্ষে, সাউন্ডার্সের সমর্থনে। তারই যেন ফায়দা তোলে সিয়াটলের ক্লাব। ম্যাচের ২৬ মিনিটে সিয়াটলকে এগিয়ে দেন তাদের স্ট্রাইকার ওসেজ দি রোজারিও। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সিয়াটল ডিফেন্ডার রোলদান। ম্যাচের শেষদিকেতৃতীয় গোল করে সিয়াটল। ৮৯ মিনিটে লক্ষ্যভেদ করেন অ্যালেক্স রোদরক।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েই লিগস কাপ শেষ করে সিয়াটল সাউন্ডার্স। মেসি পুরো ৯০ মিনিট খেললেও ছিলেন নিষ্প্রভ। রেফারির শেষ বাঁশি বাজার পরই শুরু হয় উত্তেজনা। চ্যাম্পিয়ন হওয়ার পর সিয়াটল মিডফিল্ডার ওবেদ ভারগাস সেলিব্রেশনে ব্যস্ত। কিন্তু রানার্সআপ হওয়ার হতাশা মাথার ঠিক থাকতে দেয়নি লুইস সুয়ারেজকে। ভারগাসের দিকে সুয়ারেজ তেড়ে গেলে মায়ামি-সিয়াটলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু। দুই দলের খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব হয়তো অল্প সময়ের মধ্যে মিটে যেত। কিন্তু সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ান সুয়ারেজ। কোচ তাঁর সঙ্গে কথা বলতে না চাইলেও সুয়ারেজ যে থামবার পাত্র নন। উরুগুয়ের মিডফিল্ডার উল্টো কোচের গায়ে থুতু ছিটিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed