অব্যাহত কোলাসো ম্যাজিক, বিএসএফের সীমানা ভেদ করে ৪ গোল বাগানের

সবুজ মেরুন জার্সিতে জারি কোলাসো ম্যাজিক। সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন, সোমবার বিএসএফের বিরুদ্ধেও করলেন জোড়া গোল। কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপে বিএসএফের বিরুদ্ধে মোহনবাগান জিতল ৪-০ গোলে। লিস্টন কোলাসো ছাড়া অন্য দুটি গোল করলেন মনবীর সিং ও সাহাল আবদুল সামাদ। গোলসংখ্যা আরও বাড়লও অবাক হওয়ার থাকত না। ডুরান্ডের প্রথম ম্যাচে ডাগ আউট থেকে কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন সহকারী বাস্তব কোচ। এই ম্যাচে ডাগ আউটে ফিরলেন হোসে মোলিনা। প্রতিপক্ষ দুর্বল হলেও, সেরা প্রথম একাদশ নামান স্প্যানিশ কোচ। বিএসএফের বিরুদ্ধে ২৪ মিনিটে মনবীরের গোলেই খাতা খোলে মোহনবাগান। প্রথমার্ধে এই একটাই গোল হয়। প্রথমার্ধের শেষের দিকে গোলের সুযোগ হাতছাড়া করেছিলেন লিস্টন কোলাসো। নাহলে অনায়াসেই দুইটি গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত মেরিনার্সরা। যদিও সেই আফশোস মিটিয়ে দেন পরের অর্ধেই। দ্বিতীয়ার্ধে যেন জ্বলে ওঠে সবুজ মেরুন ব্রিগেড। ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জয় একপ্রকার নিশ্চিতই করে দেন লিস্টন কোলাসো। ৫৩ মিনিটে নিজের প্রথম ও ক্লাবের দ্বিতীয় গোল করেন লিস্টন কোলাসো। ৫ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করেন লিস্টন। ম্যাচের ৬১ মিনিটে চতুর্থ গোল করে শেষ পেরেকটি সামাদ পুঁতে দেন।বি গ্রুপে যদিও শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। ২ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে। মোহনবাগানও তাই। দুই ম্যাচে ছয় পয়েন্ট মোহনবাগানের। তবে গোল ব্যবধানে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। কারণ, এই বিএসএফ-কেই ৮ গোল দিয়েছিল ডায়মন্ড হারবার। ফলে, সরাসরি নক আউট পর্বে যেতে ডায়মন্ড হারবরের বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগানকে। আগামী ৯ অগাস্ট ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও গ্রুপের দ্বিতীয় হয়েও নকআউটে যাওয়ার সুযোগ থাকবে মোহনবাগানের সামনে।