ডিজিএমও-র মুখে বিরাট বন্দনা, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে থম্পসন-লিলির সঙ্গে তুলনা

0

ট্রেন্ডিং: অপারেশন সিঁদুর-এর পর ভারত-পাক সংঘাত। যেভাবে ভারতীয় সেনারা লড়াই চালিয়েছেন, তাতে কুর্নিশ জানিয়েছেন বিরাট কোহলি থেকে ভারতের প্রায় সব ক্রিকেট তারকাই। আইপিএল বন্ধ হয়ে গেলেও ইডেনে প্রথমবার তাঁদের সম্মানেই বেজেছিল জাতীয় সঙ্গীত। ধরমশালায় অর্ধসমাপ্ত ম্যাচেও সেনাদের বাহবা জানিয়ে কুর্নিশ জানানো হয়েছে। ইডেনে বিশাল ব্যানার টাঙানো হয়েছে সেনাদের অবদানের জন্য।
এবার দেখা গেল অন্য ছবিও। ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিরাট কোহলির কথা উঠে এল ভারতীয় সেনার মুখেও।

তিনি যে আচমকা টেস্ট থেকে অবসর নিয়েছেন, এত ব্যস্ততার মধ্যেও সে খবর রেখেছেন সেনাপ্রধানরা। সাংবাদিক বৈঠকেই তাই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (DGMO) রাজীব ঘাইয়ের মুখে উঠে এল বিরাট কোহলির কথা। তাদের সাফল্যের মাঝেও বিরাটের অবসরের কথা শুনে মনখারাপ ডিজিএমও-এর। পাকিস্তানের বিরুদ্ধে আঘাত হানার প্রসঙ্গ বলতে বলতেই রাজীব ঘাই বলেন, দেশবাসীর মতো কোহলি তাঁর প্রিয় ক্রিকেটার। জানান, ‘ক্রিকেট নিয়ে কথা না বললেই নয়। সকালেই দেখছিলাম টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি অবসর নিয়েছেন। অন্য সকলেই মতোই তিনি আমারও প্রিয়’। তবে ভারতের এয়ার ডিফেন্সকে তিনি তুলনা করেন জেফ থম্পসন এবং ডেনিস লিলির সঙ্গে। তিনি বলেন, বলেন, ‘সত্তর দশকের অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার দুই ভয়ঙ্কর বোলার জেফ থম্পসন এবং ডেনিস লিলি ইংল্যান্ডকে ধরাশয়ী করে দিয়েছিলেন।

তখন বলা হত যদি থম্পসন নাও পারেন ডেনিস লিলি ঠিক উইকেট তুলে নেবেন। আমাদের এয়ার ডিফেন্সও সেরকম। একটা ভাঙলেও এয়ারবেসে হামলা করার আগে এত ডিফেন্স আছে পাকিস্তানের পক্ষে তা ভাঙা সম্ভব নয়’। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দেন, ‘যদি আপনি ভালো করে ভারতের নিরাপত্তা ব্যবস্থার স্তরগুলো দেখেন, তাহলে আমি কী বলছি বুঝতে পারবেন। যদি সবকটা নিরাপত্তার বাধা পার করতে পারেন, তাহলেও গ্রিড সিস্টেমের একটা স্তরে ঠিক ধরা পড়ে যাবেন।’ উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান নানা ভাবে বারবার হামলা চালানোর চেষ্টা করেছে। তা রুখে দিয়েছে ভারতীয় সেনা। অবশেষে সংঘর্ষবিরতিও হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *