‘সাত-আট মাস ধরে যৌন হেনস্থা’, নোবেলের বিরুদ্ধে অভিযোগ মানতেই পারছেন না গায়কের স্ত্রী!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। যৌন হেনস্থা এবং অপহরণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ডেমরা থানার পুলিশ। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলাদেশের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নোবেলের নামে যৌন হেনস্থা-সহ আরও একাধিক মামলা রয়েছে।
এই প্রসঙ্গে নোবের স্ত্রী সালসাবিল মাহমুদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এখন মালয়েশিয়ায় রয়েছি। ফেসবুকে বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর দেখে জানলাম। নোবেলের সঙ্গে আমার অনেক দিন দেখা হয় না ঠিক, কিন্তু ফোনে কথা হয়।”
জানা যায়, ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ওই নির্যাতিতা তরুণীর। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে ফোনেও প্রায় সময় চলত কথা-বার্তা। এক বার গায়কের সঙ্গে দেখাও করেন সেই তরুণী। নোবেল তাঁকে নিজের স্টুডিয়ো দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তাঁর বর্তমান ঠিকানার বাড়িতে নিয়ে যান। সেখানেই বিপত্তি। সেই তরুণী ফিরতে চাইলে আরও কয়েক জনের সহায়তায় তাঁকে সেই বাড়িরই একটি কক্ষে আটক করে রাখেন নোবেল। চলে যৌন নির্যাতন। তরুণীর ফোনও নাকি ভেঙে দিয়েছিলেন গায়ক। এমনকি সেই হেনস্থার ভিডিয়োও ক্যামেরা বন্দি করে রাখতেন তিনি।
এই অভিযোগ প্রসঙ্গেও সালসাবিলের মত, “আমি যে অভিযোগ শুনলাম, সাত-মাস ধরে নোবেল আটকে রেখে হেনস্থা করেছে। আসলে ওর সঙ্গে সাত মাস কারও পক্ষে থাকা সম্ভব, এটা আমার বিশ্বাস হয় না। আর ও নেশাগ্রস্ত, ও কী ভাবে আটকে রাখবে?”
তিনি আরও বলেন, ” ও দীর্ঘদিন ধরে রিহ্যাবে ছিল। তারপর ছাড়া পেয়েছে। এরপর আমার সঙ্গে কথা হতো, কিন্তু ওর সঙ্গে যে কেউ থাকত সেটা আমি জানতাম না। যেহেতু মামলা হয়েছে যৌন হেনস্থার। তাই এখন আদালতে প্রমাণ হবে সত্য-মিথ্যা। আমাকেও সেভাবে অপেক্ষা করতে হবে।”