জন্মদিনে অর্জুনকে ‘হৃদয়’ দিলেন মালাইকা! ভাঙা প্রেম কি তবে জোড়া লাগল?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছর বলিউডের অন্দরমহলে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। শোনা গিয়েছিল, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর প্রেম ভেঙেছে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার। এমনকি গুঞ্জন আরও জোরালো হয় যখন গত বছর অর্জুনের জন্মদিনে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি মালাইকার থেকে।
বছর ঘুরতেই ঘুরল সম্পর্কের চাকা! অন্দরমহলের গুঞ্জন, ভাঙা প্রেম নাকি জোড়া লাগছে যুগলের। বৃহস্পতিবার, অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় চোখ বোলাতেই জল্পনা স্পষ্ট। ২৬ জুন, অর্জুনের জন্মদিন। সেই উপলক্ষেই অভিনেতাকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মালাইকা। এ দিন একটি বুমেরাং ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

যেখানে দেখা যাচ্ছে, বিদেশের রাস্তায় খোশমেজাজে লাফালাফি করছেন অর্জুন। সঙ্গে ‘বার্থ ডে বয়’-এর জন্য অভিনেত্রী লেখেন, ‘জন্মদিন অর্জুন কাপুর।’ এর সঙ্গে একটি পানীয়ের গ্লাসের ইমোজিও দিয়েছেন উদ্যাপনের প্রতীক হিসাবে। সেই সঙ্গেই জুড়ে দিয়েছেন একটি হৃদয়ের ইমোজিও। যদিও সেটি লাল নয়। সাদা। সব মিলিয়েই এখন নেটপাড়ায় নতুন করে গুঞ্জন, বিচ্ছেদ ভুলে কি আবারও কাছাকাছি এলেন তারকাজুটি?