‘আইসিসি প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল সৌরভের’ ‘অপ্রিয় সত্যি’টা জানালেন মুখ্যমন্ত্রী
রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠান। আর সেখানেই কথা প্রসঙ্গে ‘অপ্রিয় সত্যি’টা সবায়ের সামনে নিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচা সম্পর্কে বলতেই গিয়েই বক্তব্যের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের চারপাশে যেমন বন্ধু রয়েছে, তেমনই অনেক শত্রুও রয়েছে। অনেক সমস্যা তৈরি হতে পারে।
সৌরভ গঙ্গোপাধ্যায় তো দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিল। একটা কথা বললে সৌরভ হয়ত কিছুটা দুঃখ পাবে। কিন্তু, তবুও আমি না বলে পারছি না। আমি একটু ঠোঁটকাটা। অপ্রিয় সত্য কথা বলে ফেলি। এটা শুনলে সৌরভ হয়ত কিছু দুঃখও পাবে। তাও আমি বলব। আজ আইসিসি প্রেসিডেন্ট হওয়ার কার ছিল? সৌরভ ছাড়া আর কেউ নয়। আজ হয়ত হতে পারেনি। কিন্তু, ওকে আটকানো সম্ভব নয়। একদিন না একদিন, এই পদে ও বসবেই।
প্রসঙ্গত, ২০২২ সালে বিসিসিআই সভাপতি পদ ছেড়েছেন সৌরভ। তার পরেই তিনি আইসিসি সভাপতি হতে পারতেন। কিন্তু তা আর হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কেন্দ্র সরকারকে অনুরোধ করেছিলেন, যাতে সৌরভকে আইসিসিতে পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত সেবার আইসিসির নির্বাচনে অংশ নেয়নি বিসিসিআই। কিন্ত পরবর্তী সময়ে বিসিসিআই সম্মতি না দেওয়ার কারণে আইসিসি-র চেয়ারম্যান পদে লড়তেই পারেননি সৌরভ। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হয়েছেন আবার।
রিচার জন্য যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল সিএবি, সেই মঞ্চ থেকে মমতা বলেন, ‘সৌরভের পরিচয় বিশ্বজোড়া। আজ ও সিএবির প্রেসিডেন্ট, এটা সৌরভের পরিচয় নয়। ওর পরিচয় বিশ্বজোড়া, সারা পৃথিবী জোড়া। আর এই ইডেন গার্ডেন্স অনেক ইতিহাসের সাক্ষী। আমি ইডেন গার্ডেন্স বলি না। আমি বলি গোল্ডেন গার্ডেন। এখানে অনেক সোনা তৈরি হয়। সৌরভ অনেক দিয়েছে। একটা সিন মনে পড়ে, গেঞ্জি খুলে দৌড়েছিল। খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে। সৌরভ দীর্ঘদিন ভারতের অধিনায়কও ছিল’।
