রোনাল্ডোর কথাই সত্যি! ম্যান সিটিকে হারিয়ে রূপকথার জয় আল হিলালের
স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস লড়াই। রোমাঞ্চকর ম্যাচ। তাতেই বড় অঘটন। ম্যান সিটিকে কাঁদিয়ে ছাড়ল সৌদির ক্লাব আল হিলাল! সৌদিরই অন্য এক ক্লাব আল নাসরে খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতিই তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার বিশ্বাস, এরই মধ্যে আমরা শীর্ষ পাঁচ লিগের মধ্যে আছি।’ কথাটা যে সত্যি, তাই যেন প্রমাণ করে দিল আল হিলাল। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ম্যাঞ্চেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। এই সিটিই ৩২ দলের এই প্রতিযোগিতার গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটাতে জয় পায়। ম্যান সিটি শুধু ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ১০ মরসুমের মধ্যে ৬ বারের চ্যাম্পিয়ন।
এর মধ্যে টানা চারবার খেতাব জয়ের নজিরও আছে একবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। যাদের স্কোয়াডের মোট দাম প্রায় ৭৯ কোটি ২৫ লাখ পাউন্ড। আর আল হিলালের স্কোয়াড মূল্য ১৫ কোটি ৯৪ লাখ ইউরো। তুলনা চলে না, তবু তুলনাটা এবার যেন করতেই হচ্ছে। এই জয়ে ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা ২০ ম্যাচের জয়খরা কাটিয়েছে সৌদি প্রো লিগের দলটি। এমনকি আল হিলাল প্রথম কোনো এশিয়ান ক্লাব হিসেবে ফিফার আনুষ্ঠানিক কোনো টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পেল।
ম্যাচ এতটাই রোমাঞ্চ ছড়িয়েছে যে ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গিয়ে জানা গেছে ম্যাচের ফল। যদিও ম্যাচে গোলের সূচনাও করে সিটি। তবে এরপর বাকি তিনবারই লিড নিয়ে আল হিলাল স্কোরবোর্ড নিজেদের পক্ষে রাখে। তাদের চতুর্থ গোল বাদে প্রতিবারই সমতায় ফিরেছিল সিটি। এরমধ্যে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে সিটি। খেলা জমে দ্বিতীয়ার্ধে। ৪৬ থেকে ৫২—৬ মিনিটের ব্যবধানে আল হিলালের দুই ফরোয়ার্ড মার্কোস লিয়ান্দ্রো ও ম্যালকম গোল করেন। সমতায় ফিরতে এরপর সিটির লেগেছে ৩ মিনিট। ৫৫ মিনিটে সমতাসূচক গোল করেন আর্লিং হালান্ড। ৯০ মিনিটের ম্যাচ ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটে কালিদু কুলিবালির গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল হিলাল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফের সমতায় ফেরে ম্যান সিটি। ১০৪ মিনিটে লক্ষ্যভেদ করেন ফিল ফোডেন।১১২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লিয়ান্দ্রো। ম্যাচে এটা আল হিলালের চতুর্থ গোল। এটাতেই হয়ে যায় ফয়সালা। রূপকথা তৈরি করে নেইমারের প্রাক্তন ক্লাব।