ভয়াবহ আগুন ‘অনুপমা’র সেটে! কেমন আছেন বাঙালি অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গোরেগাঁও ফিল্ম সিটি। স্টুডিয়োপাড়ার বেশ পরিচিত এবং ব্যস্ততম জায়গা এটি। প্রতিদিনের মতো এই দিনেও ভোরের দিকে শুটিং চলছিল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’র। হঠাৎই সেটে ভয়াবহ আগুন! কেমন আছেন ধারাবাহিকের মুখ্যচরিত্র অভিনেত্রী রুপোলি গঙ্গোপাধ্যায়?
জানা যাচ্ছে, ভোর সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি সেখানে পৌঁছোয় দমকল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে পুরসভা থেকে লেভেল-১ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সহকারী বিভাগীয় দমকল কর্মকর্তা (এডিএফও) এবং তিন জন স্টেশন অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় সেখানে উপস্থিত ছিলেন না রুপোলি। তাই তিনিও নিরাপদেই আছেন।
কিন্তু কী ভাবে লাগল আগুন? বৃহন্মুম্বই পুরসভা সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।