মেসির পর এমবাপেও ৪ গোলে বিধ্বস্ত! রিয়ালকে উড়িয়ে ফাইনালে পিএসজি
চারবারের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দম্ভ থাকারই কথা। প্রত্যাশাও। নিউজার্সিতে প্রায় ৯৫ শতাংশ দর্শকই রিয়াল সমর্থক। কিন্তু ম্যাচ শুরু হতেই দম্ভ চূর্ণ করতে, গ্যালারি স্তব্ধ করতে সময় নেয়নি পিএসজি। নেইমারহীন- এমবাপ্পেহীন- মেসিহীন পিএসজি যেন উড়ছে। মেসির ইন্টার মায়ামিকে ৪ গোল দেওয়ার পর, এমবাপ্পের রিয়াল মাদ্রিদকেও ৪ গোল দিয়ে বুক বাজিয়েই তারা পৌঁছে গেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে। যেখানে তাদের মুখোমুখি হতে হবে ব্রাজিলের ফ্লুমিনেন্সকে উড়িয়ে ফাইনালে টিকিট পাওয়া চেলসির বিরুদ্ধে।
এই ম্যাচে পরিস্থিতি আরও খারাপ হতেই পারত রিয়াল মাদ্রিদের। তা হয়নি। তবে কিছু বুঝে ওঠার আগেই যেন হেরে বসেছিল রিয়াল। মাত্র ২৪ মিনিটেই তিন গোল হজম। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ে বিরতির পর অবশ্য মাত্র এক গোল হজম করেছে রিয়াল। জোড়া গোল করলেন ফাবিয়ান রুইজ। একটি করে গোল ওসমান ডেম্বেলে ও গঞ্জালো র্যামোসের। পিএসজি গোলের খাতা শুরু করে ৬ মিনিটে। ফাবিয়ান রুইজ দলকে এগিয়ে দেন। ঠিক তিন মিনিট পরেই ফের ধাক্কা খায় রিয়াল। এবার ওসমান ডেম্বেলের গোলে রিয়াল পিছিয়ে পড়ে ২ গোলে। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন রুইজ। এরপর আর ম্যাচে ফেরার মতো অবস্থায় ছিল না রিয়াল।একেবারে শেষদিকে পিএসজির হয়ে ফের ব্যবধান বাড়ান গঞ্জালো র্যামোস। মাঠ ছাড়ার সময় মাথা নিচু করে বেরিয়ে গেছে ইউরোপের রাজপুত্ররা।প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল মাসখানেক আগে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী লুইস এনরিকের পিএসজি।
এবার এই স্প্যানিশ কোচের সামনে আরও একটি মেজর ট্রফি জয়ের ইতিহাস হাতছানি দিচ্ছে। রবিবার ফাইনালে চেলসিকে হারালেই জিতবে ত্রিমুকুট। ফরাসি লিগ ওয়ান জেতার পর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। আর রবিবার চেলসিকে হারালেই হবে ত্রিমুকুট। রিয়ালের হয়ে এটাই শেষ ম্যাচ ছিল চিরসবুজ মিডফিল্ডার লুকা মদ্রিচের। ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন ৩৯ বছর বয়সী মদ্রিচ। পিএসজির কাছে হারের দগদগে ঘা এখন রিয়ালের ফুটবলারদের গায়ে। এই হারের কষ্ট সহজে ভুলতে পারবেন না ভক্তরাও, দীর্ঘদিন ধরে এমন একপেশে লড়াই পোড়াবে তাদের। তবে রিয়াল কোচ জাবি আলোন্সো সমর্থকদের আশ্বস্ত করেছেন, আগামী মরশুমে আরও ভালো কিছু দেখা যাবে এবং রিয়ালও নতুন কিছু করে দেখাবে। আলোন্সো বলেন, ‘এটা একটা বিরতির মতো, এরপর একদম নতুন করে শুরু করব। সামনে নতুন যুগের সূচনা হবে। আমরা এমন একটা দল তৈরি করতে চাই যারা এক হয়ে খেলবে, একসঙ্গে লড়বে।
