ভারতে আসছেন মেসি, ধোনি-কোহলিদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ক্রিকেট

0




ভারতে আসছেন লিওনেল মেসি। তবে ফুটবল নয়, মেতে উঠবেন ক্রিকেটে। ধোনি-কোহলিদের সঙ্গেই ২২ গজে মেতে উঠতে দেখা যাবে আর্জেন্টাইন রাজপুত্রকে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, ইতিহাসের অন্যতম এই সেরা ফুটবলার আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতে আসবেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। ভারতীয় ক্রিকেটারদের ভক্ত বিশ্বজুড়েই রয়েছে। খোদ ভারতে ক্রিকেট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আবেগ, তা হয়তো কারোই অজানা নয়। সে হিসেবে ভারতকে ক্রিকেটের অন্যতম স্বর্গ বললেও অত্যক্তি হবে না। মেসির আগমন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামের গৌরবময় রেকর্ডে ভিন্ন ও রঙিন অধ্যায় যোগ করবে। সব ঠিক থাকলে, মেসি ১৪ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসছেন।  ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাত দলের একটি ম্যাচ হতে পারে। সেখানে মেসির বিপক্ষে থাকতে পারেন ধোনি-কোহলি-রোহিত-শচীনরা।  জানা গেছে, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মেসি কলকাতা, দিল্লি ও মুম্বই এই তিন শহরে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।ফলে, মুম্বইয়ের অনুষ্ঠানে যাওয়ার আগেই কলকাতায় ইডেন গার্ডেন্সে পা রাখবেন তিনি। সংবর্ধনা দেওয়ার খসড়াও তৈরি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মুম্বইতেও থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।  সব কিছু চূড়ান্ত হলে আয়োজকরা সূচি ঘোষণা করবেন। কলকাতা সফরের সময় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালায় অংশ নেবেন মেসি এবং একটি ফুটবল ক্লিনিক চালু করবেন। তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে একবার ভারতে এসেছিলেন মেসি। সে সময় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। এরপরও মেসির ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান জানিয়েছিলেন, মেসি অক্টোবর ও নভেম্বর মাসে কেরালায় যাবেন। সেখানে তিনি আর্জেন্তিনার হয়ে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন। কিন্তু বিভিন্ন কারণে তা বাতিল হয়ে যায়। এবার বিশ্বকাপ জয়ী মেসিকে দেখতে মুখিয়ে তাঁর ভারতে থাকা ভক্তরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *