বনগাঁয় অনুষ্ঠানে মিমিকে হেনস্থা! তিনদিন পর গ্রেফতার তনয় শাস্ত্রী, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?
অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থা। জানিয়েছিলেন অভিযোগ। তারই জেরে তিনদিন পর গ্রেফতার হলেন অনুষ্ঠানের আয়োজক ও ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রী। তবে ব্যাপারটা সহজ হয়নি বনগাঁ পুলিশের পক্ষে। তনয় শাস্ত্রীকে গ্রেফতার করতে গেলে, সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।রীতিমতো ঠেলাঠেলি করে বাড়িতে ঢুকে ওই জ্যোতিষীকে আটক করে বাইরে নিয়ে আসে পুলিশ।
গত রবিবার বিতর্কের সূত্রপাত। বনগাঁ নয়া গোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বার্ষিক অনুষ্ঠানে মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সে অনুষ্ঠানেই হেনস্থার শিকার হন অভিনেত্রী। অভিযোগ, অনুষ্ঠান আচমকাই থামিয়ে দেয় ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রী। স্টেজে উঠে মিমিকে পারফর্ম করতে বাধা দেন। মঞ্চ থেকে নেমে যেতেও বলেন। হতচকিত হয়ে যান মিমি। পরে কলকাতায় ফিরে এসে, এই নিয়ে ইমেল মারফত বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। মিমির সরাসরি অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে হেফাজতে নেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেও। গ্রেফতারির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিমি তাঁর ক্ষোভ উগরে দেন।তিনি বলেন, ‘যে দোষ করেছে, সে শাস্তি পাবে।
এতদিন ধরে আমার ওপর হেনস্থা চলছিল এবং বিভিন্ন মিডিয়া ও চ্যানেলে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল। চুপ থাকারও একটা সীমা থাকে। একজন মহিলা হেনস্থার শিকার হলে সেটাকে গুরুত্ব না দিয়ে ঘটনা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।’ মিমির দেরীতে আসার বিষয় নিয়ে যে অভিযোগ করা হচ্ছিল, তাও অস্বীকার করেন অভিনেত্রী।
ক্লাব সদস্যদের অভিযোগ ছিল, মিমি নির্ধারিত সময়ের একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানানো হয়। পাল্টা মিমি চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, ‘আমি কেরিয়ার শুরু করেছি প্রায় ২০১০-এর আগে থেকে। ইন্ডাস্ট্রিতে কেউ, কখনও বলতে পারবে না যে আমি পাঁচ মিনিট দেরি করে এসেছি। বরং দশ মিনিট, পনেরো মিনিট আগে ঢুকে যাই প্রতি জায়গায়। আজকে একটা মেয়ে হেনস্থা হয়েছে, সেটাকে পেছনে রেখে যদি মিথ্যা প্রচার করে কেউ, তাহলে তার তো এটাই হবে’।
