আচমকাই টি২০ ক্রিকেটকে বিদায় জানালেন মিচেল স্টার্ক, কেন এই সিদ্ধান্ত!
স্পোর্টস ডেস্ক: আচমকাই যেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার হিড়িক পড়ে গেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথদের সঙ্গে এবার যোগ হলেন মিচেল স্টার্ক। টি২০ বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত চাপে পড়বে অস্ট্রেলিয়া। টি২০ বিশ্বকাপ শেষে ১৫ মাস আন্তর্জাতিক টি২০তে একরকম ব্রাত্যই ছিলেন স্টার্ক। অবশেষে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিলেন? সমাজমাধ্যমে স্টার্ক টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতেই যে এই অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন, তা স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি২০ ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, আর সেবার শুধু ট্রফি জিতেছি বলে উপভোগ করেছি তা নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’ আগামী বছর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি। এর মধ্যে রয়েছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, চার টেস্টের নিউজিল্যান্ড সিরিজ, ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ বছর পূর্তি টেস্ট এবং মাঝ বছরে অ্যাশেজ সিরিজ। ফলে, চাপ থাকবে যথেষ্ট। স্টার্ক বলেন, ‘ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমি মনে করি সতেজ ও ফিট থাকার জন্য এটাই সেরা সিদ্ধান্ত’।
২০১২ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি২০তে অভিষেক স্টার্কের। অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬৫টি টি২০ ম্যাচ খেলেছেন। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। শেষ তিনি খেলেছেন ২০২৪ বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আন্তর্জাতিক টি২০তে তার শিকার ৭৯ উইকেট, যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার জার্সিতে স্টার্কের চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল অ্যাডাম জাম্পা।